দাদার রেকর্ড ভাঙল রোহিতের চতুর্থ সেঞ্চুরি

লন্ডন: বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা৷ এই বিশ্বকাপে সর্বোচ্চ রান রয়েছে রোহিতের ঝুলিতে৷ সেইসঙ্গে ভেঙেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড৷ বিশ্বকাপে সৌরভের তিনটি সেঞ্চুরি ছিল৷ লোকেশ রাহুলের ব্যাটে ভর করে ভাল শুরু করে ভারত৷ প্রথম জুটিতে রোহিত ১০৪ আর রাহুল ৭৭ রানে আউট হন৷ বাংলাদেশের পেসাররা খুব বেশি কাবু করতে পারেনি ভারতকে৷ আর তার জেরেই লম্বা

eb05d13c5a2f2b2bd857c09618e2a0ea

দাদার রেকর্ড ভাঙল রোহিতের চতুর্থ সেঞ্চুরি

লন্ডন: বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা৷ এই বিশ্বকাপে সর্বোচ্চ রান রয়েছে রোহিতের ঝুলিতে৷ সেইসঙ্গে ভেঙেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড৷ বিশ্বকাপে সৌরভের তিনটি সেঞ্চুরি ছিল৷

লোকেশ রাহুলের ব্যাটে ভর করে ভাল শুরু করে ভারত৷ প্রথম জুটিতে রোহিত ১০৪ আর রাহুল ৭৭ রানে আউট হন৷ বাংলাদেশের পেসাররা খুব বেশি কাবু করতে পারেনি ভারতকে৷ আর তার জেরেই লম্বা রানের টার্গেট খাড়া করেছে ভারত৷ সাকিব অল হাসান এসে রান কিছুটা বাঁধার চেষ্টা করলেও বাকিরা ব্যর্থ৷ রোহিতের ক্যাচ ফেলে দেন তামিম৷ এই বিশ্বকাপে এটাই ভারতের এখনও সব থেকে ভাল শুরু৷ লম্বা টার্গেট৷

বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ বার্মিংহামে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে এসেছেন চোট সারিয়ে সুস্থ হওয়া ভুবনেশ্বর কুমার এবং কেদার যাদবের জায়গায় দীনেশ কার্তিক। বাংলাদেশ দলে দুটি বদল করা হয়েছে। মাহমুদউল্লাহ চোট থেকে সুস্থ না হয়ে ওঠায় তাঁর জায়গায় দলে ফিরেছেন সাব্বির রহমান। আর মেহেদি হাসান মিরাজের জায়গায় খেলছেন পেসার রুবেল হোসেন। চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

৩১৪ রান ৯ ইউকেট ৫০ ওভার৷ বাংলাদেশকে করতে হবে ৩১৫ রান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *