বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত, কাজে এল না ধোনির লড়াই

একতো নতুন পিচ, তার উপর বৃষ্টি৷ নিউজিল্যান্ডকে ১৩৯ রানে বেঁধে ফেললেও শুরুতেই বড়সড় ধাক্কা খেয়ে শেষমেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেল টিম ইন্ডিয়া৷ ভেজা পিচে বল ঠিকঠাক ব্যাটে না আসায় ও নিউজিল্যান্ডের বিধ্বংসী বলিংয়ে ধরাসায়ী বিরাট বাহিনী৷ ধোনি চেষ্টা করলেও কাজে এল না তাঁর লড়াই৷ অবশেষে ১৮ রানে জয়ী নিউজিল্যান্ড৷ সেমিফাইনালে হেরে দেশে ফিরছে ভারত৷ এদিন

বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত, কাজে এল না ধোনির লড়াই

একতো নতুন পিচ, তার উপর বৃষ্টি৷ নিউজিল্যান্ডকে ১৩৯ রানে বেঁধে ফেললেও শুরুতেই বড়সড় ধাক্কা খেয়ে শেষমেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেল টিম ইন্ডিয়া৷ ভেজা পিচে বল ঠিকঠাক ব্যাটে না আসায় ও নিউজিল্যান্ডের বিধ্বংসী বলিংয়ে ধরাসায়ী বিরাট বাহিনী৷ ধোনি চেষ্টা করলেও কাজে এল না তাঁর লড়াই৷ অবশেষে ১৮ রানে জয়ী নিউজিল্যান্ড৷ সেমিফাইনালে হেরে দেশে ফিরছে ভারত৷

এদিন শুরুতেই এক রান করে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট কোহলি ও রোহিত শর্মা, কেএল রাহুল৷ কার্তিকের উইকেটও পড়ে৷ ১০ ওভারে ২৪ রানে ৪ ইউকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত৷ হাল ধরেন ধোনি৷ ধোনিকে যোগ্য সংগত দেন রবীন্দ্র জাদেজা৷

দু’জনেই হাফ সেঞ্চুরি করেন৷ কিন্তু, রবীন্দ্র জাদেজা ক্যাচ আউট হতেও শক্ত হাতে ম্যাচ ধরার চেষ্টা করেন ধোনি৷ কিন্তু, ধোনির রান আউট হতেই শেষ হয়ে যায় ভারতের সমস্ত আশা৷ এরপর ৪৯.৩ বলে ২১১ রানে অলআইট হয়ে বিশ্বকাপ থেকে ছিটিয়ে যায় ভারত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *