বিশ্বকাপেও কেলেঙ্কারি? ফাইনাল খেলাবেন বিতর্কিত আম্পায়ার

লন্ডন: বিশ্বকাপ ফাইনালে মাঠের দুই আম্পায়ারের নাম ঘোষণা করল আইসিসি৷ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সেমিফাইনালের দায়িত্বে থাকা মারিয়াস এরাসমাস ও কুমার ধরমসেনা জুটি থাকছেন ফাইনালেও৷ বিশ্বকাপে আম্পায়ারিংয়ের মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে৷ নতুন সংযোজন বৃহস্পতিবারের সেমিফাইনালে৷ কামিন্সের বলে জেসন রয়কে কট বিহাইন্ড আউট দেন কুমার ধরমসেনা৷ যদিও রিপ্লেতে পরিষ্কার দেখা গিয়েছে, লেগ স্ট্যাম্পের বাইরের বল এবং রয়ের গ্লাভসের

83d571f9a420ec1f338039f37ff31540

বিশ্বকাপেও কেলেঙ্কারি? ফাইনাল খেলাবেন বিতর্কিত আম্পায়ার

লন্ডন: বিশ্বকাপ ফাইনালে মাঠের দুই আম্পায়ারের নাম ঘোষণা করল আইসিসি৷ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সেমিফাইনালের দায়িত্বে থাকা মারিয়াস এরাসমাস ও কুমার ধরমসেনা জুটি থাকছেন ফাইনালেও৷ বিশ্বকাপে আম্পায়ারিংয়ের মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে৷

নতুন সংযোজন বৃহস্পতিবারের সেমিফাইনালে৷ কামিন্সের বলে জেসন রয়কে কট বিহাইন্ড আউট দেন কুমার ধরমসেনা৷ যদিও রিপ্লেতে পরিষ্কার দেখা গিয়েছে, লেগ স্ট্যাম্পের বাইরের বল এবং রয়ের গ্লাভসের থেকে বেশ কিছুটা দূর দিয়ে উইকেটরক্ষকের হাতে জমা পড়েছে৷ স্বাভাবিকভাবেই আউট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইংল্যান্ড ওপেনার জেসন রয়৷

দীর্ঘক্ষণ মাঠের দুই আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন বল কোনোভাবেই তাঁর ব্যাট কিংবা গ্লাভসে লাগেনি৷ রিভিউ না থাকায়, শেষ অবধি হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় রয়কে। মাঠে আম্পায়ারদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ এবং শৃঙ্খলাভঙ্গের জন্য ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানাও করা হয়েছে রয়কে৷ ভুল সিদ্ধান্ত দেওয়া আম্পায়ার কুমার ধরমসেনার কিছুই হয়নি। উলটে ফাইনাল খেলানোর দায়িত্ব দেওয়া হল ধরমসেনাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *