ভারতহীন বিশ্বকাপের মহাযজ্ঞে এগিয়ে কারা?

লন্ডন: নতুন বিশ্বচ্যাম্পিয়নকে স্বাগত জানাতে তৈরি ক্রিকেট দুনিয়া৷ আজ রবিবার ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়ার মুখে দাঁড়িয়ে ইংল্যান্ড-নিউজিল্যান্ড৷ অতীতে দুই দল ফাইনালে খেললেও খেতাব অধরাই থেকে গিয়েছিল৷ গতবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল কিউয়িদের৷ ইংল্যান্ড শেষবার ফাইনালে উঠেছিল ১৯৯২ সালে৷ ২৭ বছর আগের স্মৃতি ইংলিশ ক্রিকেট সমর্থকদের কাছে এখন অনেকটাই মলিন৷ তাই দুই দেশের

ভারতহীন বিশ্বকাপের মহাযজ্ঞে এগিয়ে কারা?

লন্ডন: নতুন বিশ্বচ্যাম্পিয়নকে স্বাগত জানাতে তৈরি ক্রিকেট দুনিয়া৷ আজ রবিবার ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়ার মুখে দাঁড়িয়ে ইংল্যান্ড-নিউজিল্যান্ড৷ অতীতে দুই দল ফাইনালে খেললেও খেতাব অধরাই থেকে গিয়েছিল৷ গতবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল কিউয়িদের৷ ইংল্যান্ড শেষবার ফাইনালে উঠেছিল ১৯৯২ সালে৷ ২৭ বছর আগের স্মৃতি ইংলিশ ক্রিকেট সমর্থকদের কাছে এখন অনেকটাই মলিন৷ তাই দুই দেশের সমর্থকরা প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়ার স্বপ্নে বিভোর৷

ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলছে ইংল্যান্ড৷ স্বাভাবিকভাবেই ইংলিশ ক্রিকেট সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা রয়েছে৷ সারাবছর ধরে যাঁরা ফুটবল, টেনিস, রাগবি নিয়েই বেশি আলোচনা করতেন, তাঁদের মুখে মুখে ঘুরছে জ্যাসন রয়, জনি বেয়ারস্টো, ইয়ন মরগ্যানদের সাফল্যের কাহিনী৷

রবিবার আবার লন্ডনের উপকেণ্ঠে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে আয়োজিত হবে উইম্বলডনের পুরুষ সিঙ্গলসের ফাইনাল৷ মুখোমুখি টেনিসের কিংবদন্তি রজার ফেডেরার ও নোভাক ডকোভিচ৷ সেদিকেও নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 2 =