BCCI-কে না খেলার ঘোষণা ধোনির, তুঙ্গে চর্চা

নয়াদিল্লি: অবসরের জল্পনা উস্কে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারবেন না বলে বিসিসিআইকে জানিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি৷ শনিবার বোর্ড সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে৷ জানা গিয়েছে, টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেনন্ট কর্নেল ধোনি আগামী দু’মাস তাঁর রেজিমেন্টে সময় দেবেন৷ তবে এখনই তিনি অবসর নিচ্ছেন না বলে আরও একবার বোর্ড সূত্রে জানানো হয়েছে৷ শোনা যাচ্ছিল বিশ্বকাপের মঞ্চকেই

7b563ab3edc927060b07dfcca18c1906

BCCI-কে না খেলার ঘোষণা ধোনির, তুঙ্গে চর্চা

নয়াদিল্লি: অবসরের জল্পনা উস্কে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারবেন না বলে বিসিসিআইকে জানিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি৷ শনিবার বোর্ড সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে৷

জানা গিয়েছে, টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেনন্ট কর্নেল ধোনি আগামী দু’মাস তাঁর রেজিমেন্টে সময় দেবেন৷ তবে এখনই তিনি অবসর নিচ্ছেন না বলে আরও একবার বোর্ড সূত্রে জানানো হয়েছে৷

শোনা যাচ্ছিল বিশ্বকাপের মঞ্চকেই অবসর ঘোষণার জন্য বেছে নেবেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ কিন্তু, সেটা হয়নি৷ উল্টে ধোনি বিজেপিতে নাম লেখাতে পারেন বলে জল্পনা ইস্কে দেন বিজেপি নেতা৷ কিন্তু, না৷ ধোনির ইচ্ছা, তিনি সেনার সঙ্গে যুক্ত হয়ে দেশের হয়ে করতে চান কাজ৷ সিয়াচেনে গিয়ে সোনার সঙ্গে যুক্ত হতে চান ধনি৷ সেনা বাহিনী যদি অনুমোদন দেয়, তাহলে তিনি এক মুহূর্তেই সেনার কাজে যুক্ত হবেন৷

BCCI-কে না খেলার ঘোষণা ধোনির, তুঙ্গে চর্চাসর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ধোনি তাঁর ঘনিষ্ঠ বন্ধুকে জানিয়েছেন, তিনি খেলা থেকে অবসর নিয়ে সিয়াচেনে গিয়ে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হতে চান৷ সীমান্তে দাঁড়িয়ে করতে চান লড়াই৷ দেশের হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷

BCCI-কে না খেলার ঘোষণা ধোনির, তুঙ্গে চর্চাবিশ্বকাপের শুরুতে ভারতীয় সেনার বলিদানের প্রতীক গ্লাভস লাগিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ চিঠি-চাপাটির পর বোর্ডের নির্দেশে সেই প্রতীক তুলে নেন ধোনি৷ তবে, নিজের ফোনের পিছনে ওই প্রতীক ব্যবহার করে পাল্টা বার্তাও দেন তিনি৷

মাঠের বাইরে ভারতীয় সেনার সঙ্গে মাহির যোগ অনেক পুরানো৷ ২০১১ সালে ধোনিকে সেনায় সাম্মানিক পদ পান৷ ১৫ দিনের প্রশিক্ষণও নেন তিনি৷ প্রশিক্ষণে ধোনি প্যারশ্যুট জাম্পও করেন৷ ভারতীয় সেনার প্রতি তাঁর টান আগেই জানিয়েছেন ধোনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *