ভারতীয় দলের গঠন নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ

কলকাতা : ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের গঠন নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ অজিঙ্কা রাহানে ও শুভমন গিলের মতো তরুণ প্রতিভার বাদ পড়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট, ওয়ান-ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য আলাদা আলাদা দল বেছে নিয়েছিল ভারত৷ এই নিয়েই ট্যুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মহারাজ৷ লেখেন,

ভারতীয় দলের গঠন নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ

কলকাতা : ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের গঠন নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ অজিঙ্কা রাহানে ও শুভমন গিলের মতো তরুণ প্রতিভার বাদ পড়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট, ওয়ান-ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য আলাদা আলাদা দল বেছে নিয়েছিল ভারত৷ এই নিয়েই ট্যুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মহারাজ৷ লেখেন, নির্বাচকদের উচিত এমন ক্রিকেটারদের বেছে নেওয়া যাঁরা তিন ফর্ম্যাটেই সাবলীল৷ খুব কম সংখ্যক ক্রিকেটারই এখন তিন ঘরানার ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন৷ ফলে ধারাবাহিকভাবে ভালো খেলা ক্রিকেটারদের নিয়েই বিশ্বমানের একটা দল তৈরি করতে হবে ভারতকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *