নয়াদিল্লি : শুক্রবার ঘোষণা হতে পারে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচের নাম৷ জানা গিয়েছে, ৬ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে কপিল দেবের নেতৃত্বে গঠিত বিসিসিআইয়ের তিন সদস্যের কমিটি৷
পিটিআই সূত্রে খবর, রবি শাস্ত্রী ছাড়াও তালিকায় রয়েছেন টম মুডি, নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসন, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুত ও রবিন সিং৷ মুম্বাইয়ে হবে এঁদের সাক্ষাৎকার। তিন বিবদেশি মুডি, হেসন, সিমন্সের সাক্ষাৎকার হবে ভিডিও কনফারেন্সে।
জানা গিয়েছে, বিশ্বকাপের পর শাস্ত্রী ও তাঁর সহযোগী সঞ্জয় বাঙ্গার, বরুণ অরুণ, শ্রীধরের চুক্তি ৪৫ দিনের জন্য নবীকরণ করা হয়েছে৷