BCCI সভাপতি পদের দৌড়ে এগিয়ে সৌরভ, টক্কর অমিত-পুত্রের

নয়াদিল্লি: ভারতীয় দলকে নিজে হাতে গড়েছিলেন৷ ম্যাচ গড়াপেটার কেলেঙ্কারিতে জর্জড়িত ভারতীয় ক্রিকেট দলকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ নিজের অধিনায়কত্বে একাধিক নতুন তারকারকে জন্ম দিয়েছিলেন৷ দিয়েছেন সুযোগ৷ তবে সাফল্যের পিছনে ছিল গুচ্ছ ব্যর্থতা৷ ক্রিকেট জীবনে বহু সাফল্য, ব্যর্থতার পর ক্রিকেটের মাঠ থেকে বিদায় নিয়েছিলেন বাঙালির প্রিয় ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তবে ২২ গজ ছেড়ে গেলেও

imagesmissing

নয়াদিল্লি: ভারতীয় দলকে নিজে হাতে গড়েছিলেন৷ ম্যাচ গড়াপেটার কেলেঙ্কারিতে জর্জড়িত ভারতীয় ক্রিকেট দলকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ নিজের অধিনায়কত্বে একাধিক নতুন তারকারকে জন্ম দিয়েছিলেন৷ দিয়েছেন সুযোগ৷ তবে সাফল্যের পিছনে ছিল গুচ্ছ ব্যর্থতা৷ ক্রিকেট জীবনে বহু সাফল্য, ব্যর্থতার পর ক্রিকেটের মাঠ থেকে বিদায় নিয়েছিলেন বাঙালির প্রিয় ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তবে ২২ গজ ছেড়ে গেলেও মাঠের প্রশাসনিক ক্ষমতা ছাড়েননি৷ আর সেই সুবাদে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে ছুটছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷

তবে এখানেও তাঁকে বেশ করা চ্যালেঞ্জ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ৷ জানা গিয়েছে, অমিত শাহের পুত্র গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয় বোর্ডের বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিত্ব করবেন৷ জয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র হলেও সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের প্রশাসনিক দক্ষতা দেখাতে তৈরি৷ বেশ খানিকটা এগিয়ে বলেও মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা, সফলভাবে ভারতীয় দলকে নয়া মাত্রা জোগানোর পাশাপাশি ক্রিকেট প্রশাসকের ভূমিকায় দক্ষতা দেখিয়েছেন সৌরভ৷ সিএবির সচিব পদ থেকে সভাপতি পদে নিজেকে তুলে ধরেছেন৷

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমর্থনের আশ্বাস দিয়েছেন উত্তর-পূর্ব রাজ্যগুলির সভাপতিরা৷ অন্য রাজ্যের প্রতিনিধিরা প্রাক্তন অধিনায়ককে বোর্ডের পরবর্তী সভাপতি দেখতে চান বলেও শোনা যাচ্ছে৷ তবে শেষ মুহূর্তে কোনও নাটকীয় পরিবর্তন না ঘটলে আজ সভাপতি পদে সৌরভের নাম ঘোষণা হতে পারে বলেই শুরু হয়েছে ক্রিকেট মহলে জল্পনা৷ আগামী ২৩ অক্টোবর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা রয়েছে৷ সেখানে গঠিত হবে নতুন কমিটি৷ চলছে তারই প্রস্তুতি৷ জানা গিয়েছে খুব সম্ভবত আজ বোর্ডের নির্বাচনের সভাপতি-সহ যুগ্মসচিব, কোষাধ্যক্ষের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন হতে পারে৷ সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *