বোর্ডের সিংহাসনে বসে কী বললেন মহারাজ? তুললেন বিরাট-ধোনির প্রসঙ্গ

মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে প্রথম সাংবাদিক বৈঠক করলেন মহারাজ৷ ভারতীয় ক্রিকেট দলের ব্রেজার পরে বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বসে সাংবাদিক বৈঠক করেব সৌরভ গঙ্গোপাধ্যায়৷ জানান, ‘‘ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কারের প্রয়োজন? ভারতীয় দলের যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছিলাম, ঠিক তেমনই বোর্ডকে নেতৃত্ব দেন৷ স্বার্থের সংঘাত মাথায় রেখে সাজানো হবে বোর্ডকে৷ আগামিকাল বিটারদের সঙ্গে

3 stocks recomended

মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে প্রথম সাংবাদিক বৈঠক করলেন মহারাজ৷ ভারতীয় ক্রিকেট দলের ব্রেজার পরে বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বসে সাংবাদিক বৈঠক করেব সৌরভ গঙ্গোপাধ্যায়৷

জানান, ‘‘ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কারের প্রয়োজন? ভারতীয় দলের যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছিলাম, ঠিক তেমনই বোর্ডকে নেতৃত্ব দেন৷ স্বার্থের সংঘাত মাথায় রেখে সাজানো হবে বোর্ডকে৷ আগামিকাল বিটারদের সঙ্গে কথা বলব৷ ওঁরা যা সাহায্য দরকার তাই করব৷ আমি অধিনায়ক ছিলাম৷ জানি বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ৷ এবারের বিশ্বকাপে আমরা ব্যর্থ হয়েছি৷ এই ব্যর্থতা আগেও এসেছে৷ কিন্তু সেই ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে৷ ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স আসল৷ বিরাট দলের সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন৷ আমি বিরাটের সঙ্গে কথা বলব৷ এই মুহূর্তে সেরা ক্যাপ্টেন বিরাট কোহলি৷ দল নিয়ে কোহলিদের সঙ্গে কথা বলা প্রয়োজন৷ এই মুহূর্তে ভারত এখন বিশ্বের সেরা ক্রিকেট দল৷ ফলে দলে কোনও পরিবর্তনের প্রয়োজন নেই৷’’ ধোনির অবসর নিয়ে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘‘বিষয়টি ধনির ব্যক্তিগত সিদ্ধান্ত৷ বোর্ড হস্তক্ষেপ করবে না৷’’ বলেন, ‘‘চ্যাম্পিয়নরা এত সহজে শেষ হয়ে যান না৷ তাঁরা বারংবার লড়াইয়ে ফিরে আসেন৷ এটাই ইতিহাস৷ ফলে চ্যাম্পিয়নদের যোগ্য সম্মান দেওয়া সব সময় জরুরি৷’’



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(function(){
var param = {
“pk”: “kjn49”,
“aduid”: 523
};
var d=top.document,s=d.createElement(“script”),u=[],p;param.u=d.location.href;param.ref=d.referrer;param.phR=Math.random()+”_”+(new Date).getTime();for(p in param)if(param.hasOwnProperty(p))u.push(p+”=”+encodeURIComponent(param[p]));s.src=”//ic.ph.affinity.com/init.js?”+u.join(“&”);s.type=”text/javascript”;d.getElementsByTagName(“head”)[0].appendChild(s);
})();

ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা পদে বসলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আজ বোর্ডের ৩৯তম সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ৷ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে আজ বোর্ডের পরবর্তী সভাপতির পদে অনুষ্ঠানিক ভাবে দায়িত্ব তুলে নেন৷ আজ সকালে বিসিসিআই হেডকোয়ার্টারে যান সৌরভ৷ সেখানে গিয়েছে বোর্ডের দায়ভার নিজের ঘাড়ে তুলে নিলেন সৌরভ৷ আপাতত ১১ মাসের জন্য এই পদে থাকবেন মহারাজ৷

সৌরভের সতীর্থরাও নির্বাচন ছাড়াই জয়ী হয়ে আজ দায়িত্ব দিয়েছেন৷ আজ বুধবার নিরুত্তাপ বৈঠকে বোর্ডের রাশ হাতবদল ঘটে৷ নির্বাচনের কোনও ঝামেলা না থাকায় আজ বোর্ডের সাধারণ সভা হচ্ছে না৷ মুম্বইয়ের বিসিসিআই হেডকোয়ার্টারে শুরু হয়েছে জেনারেল মিটিং৷ সেখানে পরবর্তীতে এজিএম বৈঠকের দিন স্থির করে হবে৷ সেটা পরিচালনা করবেন বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আগামিকাল সেই বৈঠক হওয়ার কথা৷ এই এজিএম বৈঠকে ধোনির অবসরের বিষয়টি পরিষ্কার করতে পারেন সৌরভ৷

বোর্ড সূত্রে খবর, গত ৩৩ মাস বোর্ডের কোনও সাধারণ সভা ডাকা হয়নি৷ এমনকী স্পেশাল জেনারেল মিটিং ডাকা হয়নি৷ তাদের কাজ ছিল লোধা কমিশনের সুপারিশ কার্যকর করা৷ বোর্ডের নয় সংবিধান অনুযায়ী ২১ দিনের নোটিশে সাধারণ সভার আয়োজনের ক্ষমতা রয়েছে বোর্ড সভাপতির হাতে৷

আজ নতুন কমিটিতে সহ-সভাপতি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ৷ বিসিসিআইয়ের নতুন সচিব পদে দায়িত্ব নিতে নেন কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী তথা বোর্ডের প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধূমল কোষাধ্যক্ষের দায়িত্বে৷ কেরলের জয়েশ জর্জ যুগ্মসচিব পদে৷ এছাড়াও গভর্নিং বডির আইপিএল চেয়ারম্যান হলেন ব্রজেশ প্যাটেল৷ আজ নতুন দল নিয়ে বোর্ডের কর্মকর্তা পদে বসলেন মহারাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *