ক্রিকেটের আগামীর নকশা নির্মাণে আজ সৌরভ-দ্রাবিড় বৈঠক

মুম্বই: ক্রিকেট জীবনের বহু দিনের বন্ধু রাহুল দ্রাবিড়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা বসতে চলেছেন বিসিসিআইয়ের নব নিযুক্ত সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আজ তিনি ব্যাঙ্গালুরুতে রয়েছেন৷ আজ ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটের নকশা তৈরি করবেন তিনি৷ জুলাই মাসে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়৷ তিনি একটি রূপরেখা তৈরি করে ফেলেছেন৷ আজ আলোচনায় মনে করা হচ্ছে, দ্রাবিড়ের

ক্রিকেটের আগামীর নকশা নির্মাণে আজ সৌরভ-দ্রাবিড় বৈঠক

মুম্বই: ক্রিকেট জীবনের বহু দিনের বন্ধু রাহুল দ্রাবিড়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা বসতে চলেছেন বিসিসিআইয়ের নব নিযুক্ত সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আজ তিনি ব্যাঙ্গালুরুতে রয়েছেন৷ আজ ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটের নকশা তৈরি করবেন তিনি৷

জুলাই মাসে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়৷ তিনি একটি রূপরেখা তৈরি করে ফেলেছেন৷ আজ আলোচনায় মনে করা হচ্ছে, দ্রাবিড়ের সঙ্গে কথা বলে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সৌরভ নিজের মত যোগ করবেন৷ বৈঠকে সৌরভ ও দ্রাবিড় ছাড়াও উপস্থিত থাকবেন বোর্ডের নতুন মনোনীত প্রশাসকরা৷ একই সঙ্গে বৈঠকে থাকবেন জাতীয় ক্রিকেট একাডেমির কার্যনির্বাহক তুফান ঘোষ৷

দ্রাবিড়ের সঙ্গে ক্রিকেট ছাড়ার পর ক্রিকেটিয় পরামর্শ নিয়ে আলোচনা এই প্রথমবার নয়৷ সৌরভের এর আগেও তিনি বিসিসিআই টেকনিক্যাল কমিটির শীর্ষ পদ সামলেছেন৷ সেই কমিটিতে সৌরভ ছাড়াও শচীন তেন্ডুলকর ছিলেন৷ ভারতীয় অনূর্ধ্ব ১৯-এ দলের কোচ থাকার সময় একাধিকবার সৌরভের সঙ্গে বৈঠক করেছেন দ্রাবিড়৷ ভারতীয় দলের সাপ্লাই লাইন হিসেবে আগে কাজ করত এই ক্রিকেট অ্যাকাডেমি৷ সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি হওয়ার পর প্রশংসা পেয়েছে৷ আজ বৈঠকে নতুন প্রকল্পগুলি সম্পর্কে অবহিত হবেন সৌরভ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *