সভাপতি পদে সৌরভের মেয়াদ বৃদ্ধির পথে বিসিসিআই

কলকাতা: বোর্ড সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ দশ মাস থেকে বাড়িয়ে ৩ বছর করার প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই৷ আগামী মাসে বোর্ডের সাধারণ অধিবেশনে সভাপতি সৌরভের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে৷ সাধারণ সভায় অনুমোদ পাওয়ার পর শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে বিসিসিআই৷ এই মুহূর্তে বোর্ড সভাপতি সৌরভের চেয়ারের মেয়াদ রয়েছে ১০ মাস৷ নতুন পদে বসার এক

সভাপতি পদে সৌরভের মেয়াদ বৃদ্ধির পথে বিসিসিআই

কলকাতা: বোর্ড সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ দশ মাস থেকে বাড়িয়ে ৩ বছর করার প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই৷ আগামী মাসে বোর্ডের সাধারণ অধিবেশনে সভাপতি সৌরভের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে৷ সাধারণ সভায় অনুমোদ পাওয়ার পর শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে বিসিসিআই৷

এই মুহূর্তে বোর্ড সভাপতি সৌরভের চেয়ারের মেয়াদ রয়েছে ১০ মাস৷ নতুন পদে বসার এক মাস অতিক্রান্ত না হলেও প্রথম থেকেই বোর্ডের সংস্কার শুরু করেছেন মহারাজ৷ ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যেও কাজ শুরু করে দিয়েছেন তিনি৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে নতুন রূপ দেওয়ার নীল নকশাও তৈরি বোর্ড সভাপতির৷ এখনও বাকি অনেক কাজ৷

কিন্তু, সেই কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে লোধা কমিটির প্রস্তাব মেনে তৈরি হওয়া বোর্ডের নতুন ব্যবস্থা৷ সেখানে কুলিং অফ পিরিয়ডে রয়েছেন সৌরভ৷ মহারাজের কাজে বাধা দূর করা লক্ষ্যে এবার সেই কুলিং অফ পিরিয়ডে বদল আনা হচ্ছে৷ বোর্ডের আইন বদলে সৌরভকে ৩ বছরের জন্য চেয়ারে রাখতে চাইছে বিসিসিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + thirteen =