ম্যানচেস্টার: গত বিশ্বকাপ থেকেই সোনার সময় চলছে ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকসের। রুদ্ধশ্বাস ফাইনালে ইংল্যান্ডকে জেতানো থেকে শুরু। তারপর অ্যাশেজ সিরিজের একটি টেস্টে অবিশ্বাস্য ভাবে একক কৃতিত্বে ম্যাচ জেতান তিনি। এদিনও কামাল করলেন সোনালি চুলের ইংরেজ তারকা। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হওয়ার মশলা যে তাঁর মধ্যে যথেষ্ট মজুত রয়েছে তা আবার প্রমাণ করলেন তিনি।
আরও পড়ুন: ভারতের কাছে নতিস্বীকার! টি-টোয়েন্টি বিশ্বকাপ পরের বছর, ঘোষণা আইসিসির
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে ম্যাচ জেতাতে পারেননি। তবে ব্যাটে-বলে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছিলেন অবশ্যই। ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের জয়ের নায়ক তিনিই। প্রথম ইনিংসে ইংরেজদের বিশাল ৪৬৯ রানের মধ্যে তাঁর একার রানই ছিল ১৭৬। বল হাতে নিয়েছিলেন সর্বোচ্চ রানকারী ক্রেগ ব্রাথওয়েটের উইকেট। দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে ৫৭ বলে অপরাজিত ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেললেন। বল হাতে নিলেন দুই উইকেট। ইংল্যান্ড জিতল ১১৩ রানে। এই পারফর্ম্যান্সের পর স্টোকসকে ছাড়া আর কাউকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া সম্ভব ছিল না।
আরও পড়ুন: এ বছর বাতিল ব্যালন ডো’র! অভূতপূর্ব সিদ্ধান্তে হতবাক ফুটবল দুনিয়া
এই জয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। ২৪ জুলাই তৃতীয় টেস্টই হয়ে উঠতে পারে ফলাফল নির্ধারণকারী ম্যাচ। ওই ম্যাচে ফের বল হাতে দেখা যাবে জোফ্রা আর্চারকে। অতিমারির পরিস্থিতিতে নিয়মবিধি লঙ্ঘন করায় তাঁকে ম্যানচেস্টার টেস্টে বাদ দেয় ইংল্যান্ড শিবির। পাঁচদিনের নিভৃতবাসের পর ইতিমধ্যেই নিষ্কৃতি পেয়েছেন আর্চার। এদিকে প্রথম টেস্টে বাদ পড়া স্টুয়ার্ট ব্রড দুই ইনিংস মিলিয়ে মোট ছয় উইকেট নিয়ে জবাব দিলেন। ভাল বল করলেন ক্রিস ওক্স এবং স্যাম কারানও। শেষ ম্যাচে কাকে বসিয়ে কাকে খেলানো হবে তা নিয়ে দ্বিধায় ইংরেজ শিবির। তবে দ্বিতীয় টেস্ট শেষ ক্রিকেট দুনিয়া সেই বেন স্টোকসের কীর্তি নিয়ে মেতে রয়েছে।