চেন্নাই: দীর্ঘদিনের জল্পনার অবসান। জাতীয় দল থেকে অবশেষে সত্যিই অবসর নিয়ে ফেললেন ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অসম্ভব ঠান্ডা মাথার জন্য যে মানুষটির নাম হয়ে গিয়েছিল ‘ক্যাপ্টেন কুল’, সেই ব্যক্তির অবসরের বার্তাটাও যেন বরফশীতল। ঘটা করে বিদায়ী ম্যাচ আয়োজন নয়, স্রেফ ইনস্টাগ্রামের এক বার্তায় নীল জার্সি আলমারিতে তুলে রাখার সংবাদ জানিয়ে দিলেন তিনি।
শুক্রবার বায়ার্ন মিউনিখের কাছে আট গোলে হারের পর ভারতের মেসি-ভক্তরা যখন শোকে পাথর সেই সময়েই আরও একটি হৃদয়বিদারক সংবাদ পেতে হল তাদের। শনিবার সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ধোনি। তার ক্যাপশন খানিকটা এই রকম, ‘আপনাদের বরাবরের ভালবাসা এবং সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। সন্ধে ৭টা ২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবেই বিবেচনা করবেন।’ যে ভিডিওটা তিনি পোস্ট করেছেন তা নিজেরই ক্রিকেট কেরিয়ারের নানা মুহূর্ত নিয়ে তৈরি। সঙ্গে মুকেশের গলায় ‘ম্যায় পল দো পল কা শায়র হু।’
এক দুই মুহূর্তের কবি তো নন মাহি। তিনি তো ভারতীয় ক্রিকেটের মহাকাব্য রচয়িতা। তাঁর হাত ধরে প্রথম টি-টোয়েন্টি সংস্করণ জয় ভারতের। ২৮ বছরের অপেক্ষা এবং কোনও এক শচীন রমেশ তেন্ডুলকরের অপূর্ণ স্বপ্ন পূর্ণ করার কারিগরও তিনি। আইসিসি আয়োজিত সমস্ত রকম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন অধিনায়ক হিসেবে, যে রেকর্ড মহাশক্তিধর অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়েরও নেই। এহেন মাহির বিদায়ে ভারতীয় ক্রিকেটে বিষণ্ণতার সুর বাজাই স্বাভাবিক। ইনস্টাগ্রাম ভিডিওর প্রতিক্রিয়া দিতে গিয়ে আবেগাপ্লুত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। হওয়ারই কথা, একটা যুগের অবসান হল যে।
ভারতীয় ক্রিকেটের ফ্যান মহলে একটা চালু রসিকতা রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোনা বীজ সযত্নে লালন করে বড় করেছিলেন ধোনি আর সেই ফসল খাচ্ছেন এখন বিরাট কোহলি। বিরাট নিজে বহুবার বলেছেন, সরকারি ভাবে যতই তিনি অধিনায়ক হোন না কেন, মাঠে যতক্ষণ ধোনি আছেন তিনিই আসল নেতা। মাহি চিরকালই তাঁর অধিনায়ক থাকবেন, জানিয়েছিলেন কোহলি। শুধু কোহলি তো নন, ভারতের প্রতিটি ক্রিকেট ভক্তের কাছেই মহেন্দ্র সিং ধোনি মানেই ‘ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন’।