অফিসারদের মোবাইল ট্র্যাক করবে নির্বাচন কমিশন, কিন্তু কেন জানানে?

বারাসত: ইভিএম যাতে সঠিকভাবে বুথে গিয়ে পৌঁছায় তার জন্য সপ্তম দফা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলায় সেক্টর অফিসারদের মোবাইলও লাইভ ট্র্যাক করবে নির্বাচন কমিশন। শুক্রবার বিকালে বারাসতে সাংবাদিক সম্মেলনে করে উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য বলেন, অনেক সময় দেখা যায়, ভোটগ্রহণ শুরু হতেই ইভিএম খারাপ। তাই সেক্টর অফিসারদের গাড়িতেই অতিরিক্ত ইভিএম রাখা থাকবে। তবে,

798dabcc35aa118d557f3702ed2863cf

অফিসারদের মোবাইল ট্র্যাক করবে নির্বাচন কমিশন, কিন্তু কেন জানানে?

বারাসত: ইভিএম যাতে সঠিকভাবে বুথে গিয়ে পৌঁছায় তার জন্য সপ্তম দফা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলায় সেক্টর অফিসারদের মোবাইলও লাইভ ট্র্যাক করবে নির্বাচন কমিশন।

শুক্রবার বিকালে বারাসতে সাংবাদিক সম্মেলনে করে উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য বলেন, অনেক সময় দেখা যায়, ভোটগ্রহণ শুরু হতেই ইভিএম খারাপ। তাই সেক্টর অফিসারদের গাড়িতেই অতিরিক্ত ইভিএম রাখা থাকবে।

তবে, সেই ইভিএম বুথে গিয়ে পৌঁছাচ্ছে কি না তার নজরদারির জন্য নির্বাচন কমিশন সেক্টর অফিসারদের মোবাইল লাইভ ট্র্যাক করবে। যাতে ইভিএম অন্য কোথাও অথবা কোনও বাড়িতে না চলে যায়। তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেক্টর অফিসারদেরও এই গাইডলাইন জানিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *