লাল মাটির দেশে নির্ভয়া হত্যা, ছাত্রীর মৃত্যুতে জ্বলছে বাংলা!

পুরুলিয়া: এবার বাংলায় নির্ভয়া কাণ্ডের ছায়া! দ্বাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে লাগাতার গণ-ধর্ষণে পর খুনের ঘটনায় তোলপাড় পুরুলিয়া৷ ছাত্রীর মৃত্যুর এক সপ্তাহ পরও ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ৷ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়৷ প্রতিবাদে সরব শিক্ষক সংগঠন থেকে শুরু করে বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির৷ ক্ষোভ অল ইন্ডিয়া ডিএসও’র৷ স্থানীয় সূত্রে খবর,

aee351a439579b95bb9f9381e56de7a2

লাল মাটির দেশে নির্ভয়া হত্যা, ছাত্রীর মৃত্যুতে জ্বলছে বাংলা!

পুরুলিয়া: এবার বাংলায় নির্ভয়া কাণ্ডের ছায়া! দ্বাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে লাগাতার গণ-ধর্ষণে পর খুনের ঘটনায় তোলপাড় পুরুলিয়া৷ ছাত্রীর মৃত্যুর এক সপ্তাহ পরও ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ৷ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়৷ প্রতিবাদে সরব শিক্ষক সংগঠন থেকে শুরু করে বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির৷ ক্ষোভ অল ইন্ডিয়া ডিএসও’র৷

স্থানীয় সূত্রে খবর, চলতি মাসের ৩ তারিখ অন্যদিনের মতোই টিউশন পড়তে গিয়েছিলেন পুরুলিয়ার বান্দোয়ানের ড. এএন ঝা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির মল্লিকা (নাম পরিবর্তিত)৷ বোরো থানার মামরো গ্রামের বাসিন্দা মল্লিকা৷ পড়াশোনা করত বান্দোয়ানে জ্যেঠার বাড়িতে থাকতেন লালমাটির মাটির দেশের এই মেধাবী ছাত্রী৷ অভিযোগ, টিউশন পড়তে গিয়ে চলতি মাসের ৩ তারিখ আচমকা নিখোঁজ হয়ে যায় ছাত্রী৷ নিখোঁজ হওয়ার পর আর বাড়ি ফেরেনি শিক্ষক হতে চাওয়া মল্লিকা৷ নিখোঁজ হওয়ার সাত দিন পর মল্লিকে ফিরেছেন ক্ষতবিক্ষত লাশ হয়ে৷

পড়তে গিয়ে আর বাড়িতে না ফেরায় ওই দিন রাতেই থানা-পুলিশের শরণাপন্ন হয় পরিবার৷ ঘটনার আট দিনের মাথায় ১০ মে বোরো থানার জামিরটিলার জঙ্গলের কাছে একটি পাথরখাদান সংলগ্ন মাটি-পাথরচাপা অবস্থায় উদ্ধার হয় ছাত্রীর নষ্ট মৃতদেহ৷ পরিবার ও এলাকাবাসী দাবি করেন, অপহরণ ও গণধর্ষণের পর খুন করা হয়েছে মল্লিকা৷ যদিও খুন হওয়ার আগে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না তা, তদন্তসাপেক্ষ। তবে, ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর দায়ে অরুণ মাহাতো ও অভিজিৎ মাহাতো নামে মল্লিকার দুই সহপাঠীকে গ্রেপ্তার করে আদালতে তুলে হেফাজতে নিয়েছে পুলিশ।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী৷ গোটা ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘‘দিনের পর দিন এ ধরনের ঘটনা বেড়েই চলেছে৷ অথচ সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই। দ্বাদশ শ্রেণির ছাত্রী মল্লিকা মাহাতো টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায়৷ তারপর তাঁকে ধর্ষণ করে খুন করা হয় বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। সাধারণ পরিবারের এক ছাত্রীর এই নির্মম পরিণতিতে পুলিশ প্রশাসনের কোনও হেলদোল নেই। এ ধরনের ঘটনা বেড়েই চলেছে অথচ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরিবর্তে খুনিদের আড়াল করা হচ্ছে৷ অবিলম্বে আমরা এই ঘটনার অতি দ্রুত তদন্ত করে দোষীদের চরম শাস্তির দাবি করছি৷’’

ছাত্রীকে অপহরণ ও পরে খুনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে পুরুলিয়া শহরে মোমবাতি হাতে ধিক্কার মিছিলে পা মিলিয়েছেন শহরের ছাত্র-ছাত্রী৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি তোলা হয়েছে৷ মল্লিকা মাহাতোর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশনও দিয়েছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা শাখা৷ এই ঘটনার প্রতিবাদে ছাত্রসংগঠন অল ইন্ডিয়া ডিএসও পুরুলিয়া জেলা কমিটির আহবানে শুক্রবার স্টেশন চত্বর থেকে শুরু করে এসপি অফিস পর্যন্ত এক বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেয়৷ করা হয় পথ অবরোধ৷ তবে, শুধু আন্দোলন, বিক্ষোভেই থামেনি মল্লিকা হত্যাকাণ্ডের রেশ৷ রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়৷

[নীতিগত কারণে ছাত্রীর নাম ও ছবি প্রকাশ করা হল না৷ যদিও সোশ্যাল মিডিয়ায় বেপরোয়া ভাবে ঘুরছে মৃত ছাত্রীর ছবি-সহ নাম পরিচয়৷]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *