কলকাতা : অবশেষে একমাস পরে রাজ্যে কর্মবিরতি তুললেন আইনজীবীরা। আজ শনিবার থেকে কাজ শুরু করবেন তাঁরা। কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত। তবে, এই সিদ্ধান্ত মানেননি নগর দায়রা আদালতের কয়েকজন আইনজীবী। এর জেরে বার কাউন্সিলের সদস্যদের সঙ্গে তাঁদের বচসাও বাধে। ঘটনার সূত্রপাত, ২৪ এপ্রিল হাওড়া আদালতে। ওই দিন হাওড়া কর্পোরেশনের কর্মীদের সঙ্গে আইনজীবীদের খণ্ডযুদ্ধ বাধে। আহত হন অনেকে।
সেই ঘটনায় কর্মবিরতির ডাক দেন আইনজীবীরা। সেই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বার কাউন্সিল। শুক্রবার, বৈঠকে সিদ্ধান্ত হয়, শনিবার থেকে রাজ্যের সব আদালতে স্বাভাবিক কাজ হবে। যদিও এদিন থেকেই হাইকোর্টে গরমের ছুটি শুরু হয়ে যাচ্ছে। খুলবে ১০ জুন। তবে, নিম্ন আদালতের কাজকর্ম স্বাভাবিক চলবে।