কলকাতা : তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চেয়েছিলেন। চেয়েছিলেন, দলের নেত্রী হয়ে কাজ করবেন। কিন্তু দল চায়নি। একটাই শর্তে তিনি কাজ চালাবেন, যদি সবাই এক হয়ে কাজ করে। শনিবার নির্বাচনী পর্যালোচনা বৈঠকের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একথা জানান। তাঁর কথা, চেয়ারের প্রতি তাঁর কোনও লোভ নেই। গত পাঁচ মাস নির্বাচনের জন্য তাঁকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশন খোলাখুলি বিজেপির হয়ে কাজ করেছে।
মমতার কথা, উগ্র হিন্দুত্ববাদ তিনি মানেন না। তিনি অবশ্যই ইফতারে যাবেন। তাঁর কথায়, আমি তো মুসলিম তোষণ করি। যে গরু দুধ দেয় তার লাথও খাব। মমতার অভিযোগ, পুলিশ অফিসারদের তাঁদের পদ থেকে বদলি করে রাজ্যে টাকা ঢোকানোর ব্যবস্থা করেছিল বিজেপি। এমন আগে কখনও হয়নি। তাঁর অভিযোগ, সিপিএম নিজের নাক কেটে বিজেপিকে সাহায্য করেছে। পুলিশকে টাকা দিয়েছে বিজেপি, সিপিএমকে টাকা দিয়েছে বিজেপি। তৃণমূলের অনেককেও টাকা দিয়েছে বিজেপি। ফের ইভিএম নিয়েও অভিযোগ তোলেন তিনি। ৩১ মে ফের কোর কমিটির বৈঠক।