বর্ধমান : ধর্ষণ করতে গিয়ে বাধা পেয়ে এই মহিলাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো এক দুষ্কৃতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল-কাটোয়া রুটের ট্রেনে। জখম হয়ে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাবুইডাঙ্গা এলাকায় রেললাইনের ধারে পড়ে কাতরাতে থাকা মহিলাকে শনিবার সকালে উদ্ধার করে জিআরপি।
মহিলাকে পূর্বস্থলীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে কাটোয়া জিআরপি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন।পূর্বস্থলীর বাবুইডাঙ্গা এলাকায় রেললাইনের ধারে পড়েছিলেন বছর ২৩ বয়সী ওই মহিলা। তাঁর স্বামী কর্মসূত্রে কেরালায় থাকেন। সেখানে তিনি গিয়েছিলেন।
শুক্রবার দুপুরে তিনি ট্রেনে চড়ে ফিরে কেরালা থেকে হাওড়া ষ্টেশনে নামেন। শরীর খারাপ থাকায় স্নান করে সেখানেই প্লাটফর্মে শুয়ে পড়েছিলেন। ওই সময় অপরিচিত এক ব্যক্তি তাঁর সঙ্গে যেচে আলাপ করে। ট্রেনের টিকিট না থাকার কথা তিনি ওই ব্যক্তিকে জানান। মহিলা বলেন, কোন উপায় বের করা না গেলে কলকাতার সোনারপুরে থাকা পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে পারবো না একথা ভেবেই তিনি ওই ব্যক্তির কাছে সাহায্য চেয়েছিলেন। মহিলার অভিযোগ,তাঁর অসুস্থতার সূযোগ নিয়ে সাহায্যের হাত বাড়ানোর নাম করে ওই ব্যক্তি হাওড়া কাটোয়াগামী ট্রেনে তাকে তুলে নেয়।এরপর ট্রেন ফাঁকা হলে ওই ব্যক্তি তাঁকে ট্রেনের কামরাতেই ধর্ষনের চেষ্টা করে। তিনি বাধা দিলে ওই ব্যক্তি তাঁকে ট্রেন থেকে ফেলে দেন।’