কলকাতা: স্কুল পড়ুয়াদের ব্যবহার করে অরক্ষিত নদীপথ দিয়ে বাংলাদেশ থেকে নিয়ে আসা হচ্ছে চোরাই সোনা। ওই পড়ুয়াদের কাঁধে থাকছে বইপত্র ঠাসা ব্যাগ। তার মধ্যেই লুকিয়ে আনা হচ্ছে সোনার বিস্কুট, বার। গোয়েন্দাদের নজর এড়াতেই এই পন্থা অবলম্বন করেছে চোরাচালানকারীরা।
এই নতুন কৌশল উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। চোরাচালানে অভিযুক্ত একাদশ শ্রেণীর এক ছাত্রকে গ্রেপ্তার করে এই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) গোয়েন্দারা। ওই ছাত্রের ব্যাগ থেকে মিলেছে প্রচুর চোরাই সোনা। তাকে জেরা করে বসিরহাটের আরেকটি জায়গায় তল্লাশি চালিয়ে মিলেছে আরও সোনা। সব মিলিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১৮ কেজি সোনা। যার আনুমানিক মূল্য ৫.৭৭ কোটি টাকা বলে দাবি করেছে ডিআরআই। গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে।