ফের ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে অভিযান বাংলায়

কলকাতা: ১১ জন ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে পাবলিক নোটিস ইস্যু করল দেশের অ্যালোপ্যাথিক চিকিৎসার শীর্ষ সংস্থা মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই)। তারা জানিয়েছে, এর মধ্যে তিনজনের নামে নোটিস ইস্যু করা হয়েছে জাল কাগজপত্র দাখিল করার জন্য। তাঁদের প্রত্যেকেরই ডাক্তারির সার্টিফিকেট জাল ও বিকৃত। রীতিমতো প্রতারণা করে ওইসব কাগজ আমদানি করা হয়েছে বলে জানিয়েছে এমসিআই। ওই তিনজন

4fad5f5e4e408531d8684a3d8d56bc4f

ফের ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে অভিযান বাংলায়

কলকাতা: ১১ জন ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে পাবলিক নোটিস ইস্যু করল দেশের অ্যালোপ্যাথিক চিকিৎসার শীর্ষ সংস্থা মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই)। তারা জানিয়েছে, এর মধ্যে তিনজনের নামে নোটিস ইস্যু করা হয়েছে জাল কাগজপত্র দাখিল করার জন্য।

তাঁদের প্রত্যেকেরই ডাক্তারির সার্টিফিকেট জাল ও বিকৃত। রীতিমতো প্রতারণা করে ওইসব কাগজ আমদানি করা হয়েছে বলে জানিয়েছে এমসিআই। ওই তিনজন হল শিবকুমার সুব্রহ্মন্যম, বাসিল জনসন বোসো ও শিবচন্দন গুরুস্বামী পান্ডিয়ান। বাকি আটজনের নাম এবং রেজিস্ট্রেশন নম্বরগুলি এমসিআই স্বীকৃত তালিকা বা ইন্ডিয়ান মেডিক্যাল রেজিস্টার থেকেই বাদ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *