মাত্র ৬ টাকায় খাস কলকাতায় মিলছে ডাল-ভাত-সবজি, ঠিকানা জানেন?

কলকাতা: দিনে দিনে বাড়ছে দ্রব্যমূল্য৷ টান পড়ছে নিম্ন মধ্যবিত্তের পকেটে৷ দিনগুজরানই দায়৷ বাড়ির বাইরে পা রাখলে পকেট থেকে কখন যে উধাও ১০০ টাকার গান্ধী পাত্তি, বুঝেই ঠোয়া প্রায় কঠিন৷ তবে, এই বাজারেও এখনও নিম্ন মধ্যবিত্তের পেটের খিদে মেটাচ্ছে শহর কলকাতার এই গুমটি দোকান৷ দুপুর হোক কিংবা সকাল, শহর কলকায় এখনও মেলে মাত্র ৬ টাকায় খাবার৷

imagesmissing

কলকাতা: দিনে দিনে বাড়ছে দ্রব্যমূল্য৷ টান পড়ছে নিম্ন মধ্যবিত্তের পকেটে৷ দিনগুজরানই দায়৷ বাড়ির বাইরে পা রাখলে পকেট থেকে কখন যে উধাও ১০০ টাকার গান্ধী পাত্তি, বুঝেই ঠোয়া প্রায় কঠিন৷ তবে, এই বাজারেও এখনও নিম্ন মধ্যবিত্তের পেটের খিদে মেটাচ্ছে শহর কলকাতার এই গুমটি দোকান৷ দুপুর হোক কিংবা সকাল, শহর কলকায় এখনও মেলে মাত্র ৬ টাকায় খাবার৷

মাত্র ৬ টাকাতেই এই কলকাতা শহরের বুকেই পাবেন পেট ভরে ভাত-ডাল-সবজি মিলছে৷ শিশু মঙ্গল হাসপাতালের উল্টোদিকে৷ প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত পাওয়া যাচ্ছে এই খাবার৷ মাত্র ৬ টাকার বিনিময়ে কুপন কাটলেই হাতে গরমে মিলবে খাবার৷ তবে, বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই৷ থার্মোকলের প্লেট নিয়ে দাঁড়িয়ে খেতে হবে এখানে৷ খাবারের মানও বেশ ভাল৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই ব্যবস্থা করা হয়েছে৷ যাতে মানুষেরা দুপুরের ভাতটা পেট ভরে খেতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *