‘রান্নায় পেঁয়াজ দিতে রাঁধুনীকে নিষেধ করেছি’, ভারত সফরে ‘ঝাঁঝাল’ হাসিনা

নয়াদিল্লি: ভারত থেকে বন্ধ হয়েছে পেয়াঁজের রপ্তানি৷ আর তাতেই বেজায় সমস্যায় পড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শুক্রবার নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় উঠে এসেছে আক্ষেপ৷ তাঁর কটাক্ষ, ‘‘পেঁয়াজ নিয়ে একটু সমস্যায় পড়েছি আমি৷ এমনকি আমি রাঁধুনীকেও রান্নায় পেঁয়াজ দিতে নিষেধ করে দিয়েছি৷’’ সূত্রের খবর, আগাম নোটিশ ছাড়াই গত ২৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে

‘রান্নায় পেঁয়াজ দিতে রাঁধুনীকে নিষেধ করেছি’, ভারত সফরে ‘ঝাঁঝাল’ হাসিনা

নয়াদিল্লি: ভারত থেকে বন্ধ হয়েছে পেয়াঁজের রপ্তানি৷ আর তাতেই বেজায় সমস্যায় পড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শুক্রবার নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় উঠে এসেছে আক্ষেপ৷ তাঁর কটাক্ষ, ‘‘পেঁয়াজ নিয়ে একটু সমস্যায় পড়েছি আমি৷ এমনকি আমি রাঁধুনীকেও রান্নায় পেঁয়াজ দিতে নিষেধ করে দিয়েছি৷’’

সূত্রের খবর, আগাম নোটিশ ছাড়াই গত ২৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার৷ যার ফলে হঠাৎ করে পেঁয়াজের আকাল লেগে গিয়েছে বাংলাদেশের বাজারে৷ এই প্রসঙ্গে এদিন হাসিনা জানান, এই বিষয়ে তিনি কিছুই জানতেন না৷ তিনি জানান, ভবিষ্যতে এধরণের কোনও পণ্য রপ্তানি বন্ধ করা হলে, তা যেন আগে থেকে জানানো হয়৷ যাতে পণ্য সংকট দেখা দিলে দেশের সরকার সমস্যার সমাধান করতে পারে৷

দেশের মূল পেঁয়াজ সরবরাহকারী রাজ্য মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের মতো রাজগুলিতে একটানা বৃষ্টির প্রভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়৷ যার ফলে জোগানের অভাব না থাকলেও, পেঁয়াজের সরবরাহ এবং পরিবহন নিয়ে সমস্যায় পড়তে হয় ভারত সরকারকে৷ সেকারণে দেশের বাজারে অগ্নিমূল্য পেঁয়াজ৷ যার প্রভাব গিয়ে পড়েছে বাংলাদেশে পেঁয়াজের বাজারে৷

গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নূন্যতম মূল্য টন প্রতি ৮৫০ ডলার করে দেয় ভারত সরকার৷ যার ফলে বাজারে পেঁয়াজের দাম প্রায় ১৫ টাকা বেড়ে যায়৷ কিন্তু ২৯ সেপ্টেম্বর থেকে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ায় একলাফে অনেকটাই বেড়ে যায় পেঁয়াজের দাম৷ বাংলাদেশে কেজি প্রতি ১২০টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজের দাম৷ তাতেই মাথায় হাত পড়েছে বাংলাদেশ সরকারের৷

এদিকে, উৎসবের মরশুমে পেঁয়াজের এই ঘাটতি মেটাতে তৎপরতা শুরু করে কেন্দ্রীয় সরকার৷ সেকারণে দেশের প্রতিটা রাজ্যকে ১৫ টাকায় পেয়াঁজ বিক্রির কথা ঘোষণা করে মোদি সরকার৷ দিল্লি, ত্রিপুরা এবং অন্ধ্রপ্রদেশ কেন্দ্রের সিদ্ধান্তে একমত পোষণ করলেও অন্যান্য রাজ্যের তরফে কোনও উত্তর মেলেনি৷ ফলে পুজোর মরশুমেও পেঁয়াজের অগ্নিমূল্যে পকেটে টান পড়েছে দেশবাসীর৷ যদিও খুব শীঘ্রই এই দাম হ্রাস পাবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one − 1 =