বর্ধমান-আজিমগঞ্জ শাখায় রেল যাত্রীদের জন্য সুখবর

কলকাতা: বর্ধমান-আজিমগঞ্জ শাখায় রেল যাত্রীদের জন্য সুখবর দিল ভারতীয় রেল৷ যাত্রীদের সুবিধার কথা ভেবে বর্ধমান-রামপুরহাট-নলহাটি-আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ৮টি ডেমু বা ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেনকে মেমু বা মেনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেনে পতিবর্তন করার ঘোষণা পূর্ব রেলের৷ জানা গিয়েছে, আগামী শনিবার থেকে মেমু ট্রেনগুলি পরিষেবা দেবে৷ তার জন্য ট্রেনগুলির নম্বরেও পরিবর্তন করা হবে৷ এতদিন ৮টি ডেমু

বর্ধমান-আজিমগঞ্জ শাখায় রেল যাত্রীদের জন্য সুখবর

কলকাতা: বর্ধমান-আজিমগঞ্জ শাখায় রেল যাত্রীদের জন্য সুখবর দিল ভারতীয় রেল৷ যাত্রীদের সুবিধার কথা ভেবে বর্ধমান-রামপুরহাট-নলহাটি-আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ৮টি ডেমু বা ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেনকে মেমু বা মেনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেনে পতিবর্তন করার ঘোষণা পূর্ব রেলের৷

জানা গিয়েছে,  আগামী শনিবার থেকে মেমু ট্রেনগুলি পরিষেবা দেবে৷ তার জন্য ট্রেনগুলির নম্বরেও পরিবর্তন করা হবে৷ এতদিন ৮টি ডেমু ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করত৷ এবার সেগুলি প্রতিদিনই চলবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =