৩ মাসের জন্য বন্ধ হচ্ছে হাওড়ার এই সেতু, ভোগান্তির আশঙ্কা

হওড়া: সংস্কারের জন্য আগামী তিন মাসের জন্য বন্ধ হচ্ছে আমতা-২ ব্লকের বাকসি সেতু৷ বন্ধ থাকছে সমস্ত যান চলাচল৷ আগেই এই সেতু দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়৷ এবার পুরোপুরি বন্ধ করার নির্দেশ৷ জানা গিয়েছে, তৈরির কিছুদিনের মধ্যেই সেতুটির একটি অংশ বসে যায়৷ এবার সেতুটি সংস্কারের জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পূর্ত দপ্তরের কাছে

৩ মাসের জন্য বন্ধ হচ্ছে হাওড়ার এই সেতু, ভোগান্তির আশঙ্কা

হওড়া: সংস্কারের জন্য আগামী তিন মাসের জন্য বন্ধ হচ্ছে আমতা-২ ব্লকের বাকসি সেতু৷ বন্ধ থাকছে সমস্ত যান চলাচল৷ আগেই এই সেতু দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়৷ এবার পুরোপুরি বন্ধ করার নির্দেশ৷

জানা গিয়েছে, তৈরির কিছুদিনের মধ্যেই সেতুটির একটি অংশ বসে যায়৷ এবার সেতুটি সংস্কারের জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পূর্ত দপ্তরের কাছে আবেদন করা হয়৷ এর পর সংস্কারের জন্য পূর্ত দপ্তরের পক্ষ থেকে এই সেতুতে সমস্ত রকম যান চলাচল বন্ধ রাখতে স্থানীয় থানা ও পঞ্চায়েত সমিতির কাছে আবেদন করেছে৷ সেইমতো আগামী সপ্তাহ থেকে এই সেতুতে সমস্ত যান চলাচল বন্ধ রাখা হবে৷ সংস্কারের পর বাস সহ অন্যান্য সমস্ত রকম ভারী যান চলাচল করতে পারবে৷

এই সেতুর একদিকে বাগানান-১ ব্লক ও অন্যদিকে আমতা-২ ব্লকের কুশমনি৷ ভাটোরা ও ঘোড়াবেড়িয়া-চিৎনান গ্রাম পঞ্চায়েতের প্রায় ৭০ হাজার মানুষ রয়েছেন৷ এতদিন বাসিন্দাদের ছোট গাড়ি করে সেতু পেরিয়ে জেলার অন্যত্র যেতে হত৷ সেতুটির কাজ দ্রুত শেষ করা হবে বলে পূর্ত দপ্তর জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seventeen =