ধেয়ে আসছে কালবৈশাখী, ৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: হাঁসফাঁস গরম থেকে স্বস্তির খবর দিল হাওয়া অফিস৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আর কিছু সময়ের মধ্যে বাংলার বুকে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়৷ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের৷ জানা গিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বৃষ্টির জেরে জেলাগুলিতে গরমের মাত্রা কিছুটা কমবে৷ গত কয়েকদিন ধরেই তাপমাত্র

ধেয়ে আসছে কালবৈশাখী, ৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: হাঁসফাঁস গরম থেকে স্বস্তির খবর দিল হাওয়া অফিস৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আর কিছু সময়ের মধ্যে বাংলার বুকে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়৷ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের৷

জানা গিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বৃষ্টির জেরে জেলাগুলিতে গরমের মাত্রা কিছুটা কমবে৷ গত কয়েকদিন ধরেই তাপমাত্র চওড়া হচ্ছিল এই জেলাগুলিতে৷ তবে, কলকাতা ও শহরতলী এলাকার জন্য কোনও স্বস্তির খবর এখনও দিতে পারেনি হাওয়া অফিস৷ বাতাসে আর্দ্রতা থাকার জেরে অস্বস্তি এখনও জারি৷ তবে, আগামী রবিবার কিংবা সোমবারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ ফলে, সপ্তাহ শেষে শহরতলীতে একটু স্বস্তি মিলতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =