বাংলা ছাড়ছেন ৩ IAS অফিসার, ৭ IPS-কে বদলি

কলকাতা: রাজ্যে ফের প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তন৷ বদলি ও পদোন্নতির কারণে ১০ আধিকারের দায়িত্ব বদল বাংলায়৷ জানা গিয়েছে, পদোন্নতির কারণে বাংলা ছেড়ে দিল্লি যাচ্ছেন রাজ্যের রাজ্যের তিন আইএএস অফিসার৷ ইন্দিবর পাণ্ডে, আরএস শুক্লা ও চন্দন সিনহা পদোন্নতির কারণে দিল্লি যাচ্ছেন৷ প্রোমোশন পেয়ে সেন্ট্রাল ডেপুটেশনে চলে যাওয়ার সুযোগ পেয়েছেন তিন আইএএস অফিসার৷ প্রোমোশন পেয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর

c64c84a00a0e5495987448316eef7c23

বাংলা ছাড়ছেন ৩ IAS অফিসার, ৭ IPS-কে বদলি

কলকাতা: রাজ্যে ফের প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তন৷ বদলি ও পদোন্নতির কারণে ১০ আধিকারের দায়িত্ব বদল বাংলায়৷ জানা গিয়েছে, পদোন্নতির কারণে বাংলা ছেড়ে দিল্লি যাচ্ছেন রাজ্যের রাজ্যের তিন আইএএস অফিসার৷

ইন্দিবর পাণ্ডে, আরএস শুক্লা ও চন্দন সিনহা পদোন্নতির কারণে দিল্লি যাচ্ছেন৷ প্রোমোশন পেয়ে সেন্ট্রাল ডেপুটেশনে চলে যাওয়ার সুযোগ পেয়েছেন তিন আইএএস অফিসার৷ প্রোমোশন পেয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে ছাড়পত্রও চেয়েছিলেন৷ নবান্নের তরফে তা অনুমোদন মিলেছে বলে খবর৷ এর ফলে দিল্লিতে বাংলার ক্যাডারের অফিসারের সংখ্যা আরও বাড়তে চলেছে৷ আজ দিল্লিতে প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র অবসর নিচ্ছেন৷

অন্যদিকে, আরও ৭ আইপিএস অফিসারকে বদলি করল নবান্ন৷ স্বরাষ্ট্রদপ্তরের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, সশস্ত্র পুলিশের আইজি অজয় রানাডেকে অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে৷ শিলিগুড়ির এসআরপি আনাপ্পাকে ডিআইজি করা হয়েছে৷ শিলিগুড়ির এসআরপি করা হল অঞ্জলি সিংকে৷ মানবাধিকার কমিশনের পুলিশ সুপার উজ্জ্বল ভৌমিককে রাজ্য সশস্ত্র পুলিশের কমান্ডান্ট করা হয়েছে৷ অর্ণব ঘোষকে এসএস সিআইডি থেকে রাজ্য সশস্ত্র পুলিশের দ্বিতীয় ব্যাটালিয়নের কমান্ডান্ট করে রাখা হয়েছে৷ জয় বিশ্বাসকে আগের পদেই রাখা হয়েছে৷ সূর্যপ্রতাপ যাদবকে কালিম্পংয়ের পুলিশ সুপার করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *