হাওড়া: ঈদের ছুটিতে এবার আর বাড়ি ফেরা হল না ইব্রাহিম শেখ নামের বছর ১৮-র যুবকের৷ বেঘোরে প্রাণ হারালেন মুর্শিদাবাদ সুতি থানার বারঘরিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম৷ চলন্ত ট্রেনে গুটখার পিক ফেলতে গিয়ে পোস্টে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু যুবকের৷
জানা গিয়েছে, হাওড়া-পাঁশকুড়া শাখার নারায়ণ পাকুড়িয়া মুড়াইল স্টেশনের কাছে চলন্ত ট্রেনে গুটখার পিক ফেলতে যান ওই যুকব৷ মাথা ঝুকিয়ে পিক ফলে গিয়ে পোস্টে ধাক্কা উড়ে যায় যুবকের মাথা৷ চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েন ওই যুবর৷ নীচে পড়ে ট্রেনের চাকায় জড়িয়ে যায় ইব্রাহিমের দেহ৷ ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল যায় উলুবেড়িয়া জিআরপি৷ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় রেল পুলিশ৷
জিআরপি জানিয়েছে, ইব্রাহিম শেখ ওড়িশায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত৷ ঈদের ছুটিতে ফিরছিব বাড়ি৷ শুক্রবার বন্ধুর সঙ্গে লোকাল ট্রেনে হাওড়া থেকে মেদিনীপুর যাচ্ছিল ওই যুবক৷ ট্রেনে ওঠার পর ইব্রাহিম দরজা কাছে দাঁড়িয়ে ছিল৷ মুখে ছিল গুটখা৷ মুখ বাড়িয়ে পিক ফেলতে গেলে লাইনের ধারে থাকা পোস্টে ধাক্কা লাগে৷