আতঙ্ক বাড়িয়ে এবার জলে মিলল জন্ডিসের জীবাণু

যাদবপুর : ঘরে ঘরে জন্ডিস! বাড়ছে যাদবপুরবাসীর চিন্তা৷ ৯৯ ও ১০০ নম্বর ওয়ার্ডের দাপাচ্ছে জন্ডিস আতঙ্ক৷ দু’টি পুর এলাকায় হঠাৎই জন্ডিস ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে৷ প্রায় দিন ১৫ ধরে জন্ডিসের প্রকোপ দেখা দিয়েছে এই এলাকায়৷ যদিও পুরসভার তরফে দাবি করা হয়েছে, এই বিষয়ে কিছুই জানা নেই তাদের৷ স্থানীয়দের অভিযোগ, ৯৯ নম্বর ওয়ার্ডের রামগড় এলাকার

5e1c0fc1adcc90bfec2905d112ce399f

আতঙ্ক বাড়িয়ে এবার জলে মিলল জন্ডিসের জীবাণু

যাদবপুর : ঘরে ঘরে জন্ডিস! বাড়ছে যাদবপুরবাসীর চিন্তা৷ ৯৯ ও ১০০ নম্বর ওয়ার্ডের দাপাচ্ছে জন্ডিস আতঙ্ক৷ দু’টি পুর এলাকায় হঠাৎই জন্ডিস ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে৷ প্রায় দিন ১৫ ধরে জন্ডিসের প্রকোপ দেখা দিয়েছে এই এলাকায়৷ যদিও পুরসভার তরফে দাবি করা হয়েছে, এই বিষয়ে কিছুই জানা নেই তাদের৷

স্থানীয়দের অভিযোগ, ৯৯ নম্বর ওয়ার্ডের রামগড় এলাকার জন্ডিসের প্রকোপ সব থেকে বেশি৷ রোগীদের রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়েছে বলেও জানা গিয়েছে৷ অনেকেই ভর্তি হাসপাতালে৷ অনেকেই আবার বাড়িতে চিকিৎসা করাচ্ছেন৷ পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই থেকে বাড়ি-বাড়ি থেকে জলের নমুনা সংগ্রহের কাজ করছে পুরসভা৷

পুরসভার নিজস্ব পরীক্ষাকেন্দ্র ১৪টি জলের নমুনা পরীক্ষা করে ১২টিতে জন্ডিসের জীবাণুর সন্ধান পাওয়া গিয়েছে৷  মিলেছে৷ সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম৷ তবে কীভাবে ওই এলাকায় হঠাৎ ছাড়াল জন্ডিস? তা জানতে খোঁজবর নিতে শুরু করেছে পুরসভা৷ পানীয় জলের কোনও সংক্রমণ হয়েছে কি না, তাও দেখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *