বারাসত: প্রেমের সম্পর্ক মাত্র মাস তিনেকের৷ তার মধ্যে অবনতি৷ সম্পর্ক ভাঙতেই প্রেমিকার বাড়িতে গিয়ে অপমানের অভিযোগ প্রেমিকের৷ আর তারই জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী প্রেমিকা৷ মেয় আত্মঘাতী হতেই ক্ষুব্ধ মৃতের পরিবারের লোকজন ও এলাকার উত্তেজিত বাসিন্দারা অভিযুক্ত প্রেমিকের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ৷ দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়৷ গাইঘাটা থানার বকচোরা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিস জানিয়েছে, মৃতার নাম তুহিনা বল্লভ৷ বয়য় ১৭৷ দশম শ্রেণির ছাত্রী ছিল৷ অভিযুক্ত প্রেমিকের খোঁজ শুরু হয়েছে৷
তিন মাসের সম্পর্কে আত্মঘাতী প্রেমিকা, প্রেমিকের বাড়িতে আগুন
বারাসত: প্রেমের সম্পর্ক মাত্র মাস তিনেকের৷ তার মধ্যে অবনতি৷ সম্পর্ক ভাঙতেই প্রেমিকার বাড়িতে গিয়ে অপমানের অভিযোগ প্রেমিকের৷ আর তারই জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী প্রেমিকা৷ মেয় আত্মঘাতী হতেই ক্ষুব্ধ মৃতের পরিবারের লোকজন ও এলাকার উত্তেজিত বাসিন্দারা অভিযুক্ত প্রেমিকের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ৷ দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়৷ গাইঘাটা থানার