ঠিক কারণে মৃত্যু হয়েছিল শ্রীরামকৃষ্ণের? প্রকাশ্যে এল ডেথ সার্টিফিকেট

কলকাতা : রামকৃষ্ণ পরমহংসদেবের ডেথ সার্টিফিকেটের প্রতিলিপি এল বেলুড় মঠে৷ ডিজিটাল ডেথ সার্টিফিকেটটি বেলুড় মঠের জেনারেল সেক্রেটারি সুবীরানন্দ মহারাজের হাতে তুলে দেওয়া হয়৷ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ মঠে গিয়ে শ্রীরামকৃষ্ণের প্রয়াণের তথ্য সম্বলিত রেজিস্টারের প্রতিলিপি তুলে দেন৷ ১৮৮৬ সালের ১৫ আগস্ট মাঝরাতে শ্রীরামকৃষ্ণকে দাহ হয় কাশীপুর শ্মশানে৷ জানা গিয়েছে, কাশীপুর থানায় তাঁর নাম

ঠিক কারণে মৃত্যু হয়েছিল শ্রীরামকৃষ্ণের? প্রকাশ্যে এল ডেথ সার্টিফিকেট

কলকাতা : রামকৃষ্ণ পরমহংসদেবের ডেথ সার্টিফিকেটের প্রতিলিপি এল বেলুড় মঠে৷ ডিজিটাল ডেথ সার্টিফিকেটটি বেলুড় মঠের জেনারেল সেক্রেটারি সুবীরানন্দ মহারাজের হাতে তুলে দেওয়া হয়৷ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ মঠে গিয়ে শ্রীরামকৃষ্ণের প্রয়াণের তথ্য সম্বলিত রেজিস্টারের প্রতিলিপি তুলে দেন৷ ১৮৮৬ সালের ১৫ আগস্ট মাঝরাতে শ্রীরামকৃষ্ণকে দাহ হয় কাশীপুর শ্মশানে৷

জানা গিয়েছে, কাশীপুর থানায় তাঁর নাম লেখা হয়েছিল গদাধর চট্টোপাধ্যায়৷ রামকৃষ্ণের মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে আলসার বলে উল্লেখ করা হয়৷ এদিন বেলুড় মঠ থেকে কাশীপুর শ্মশান পর্যন্ত ফেরি সার্ভিস চালুর জন্য যাতে মঠ কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে আবেদন করেন তার অনুরোধ করেন ডেপুটি মেয়র৷

১৮৮৬ সালের ১৫ আগস্ট জীবনাবসান হয় শ্রীরামকৃষ্ণের৷ কাশীপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য করা হয়৷ সম্প্রতি, শ্রীরামকৃষ্ণের প্রয়াণের তথ্য সম্বলিত রেজিস্টার পেতে আবেদন জানিয়ে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ৷ মেয়রের কাছে চিঠি পাঠায় মঠ কর্তৃপক্ষ৷ সেই অনুরোধ মেনেই রেজিস্টারের প্রতিলিপি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুরসভা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + three =