কলকাতা: সেই আমাজনের জঙ্গলে পেরিয়ে এবার শহর কলকাতায় পা রাখতে চলেছে অ্যানাকোন্ডা৷ জুলাই মাসের মাঝামাঝি সময়েই মিলবে অ্যানাকন্ডার উপস্থিতি৷ কলকাতায় আলিপুর চিড়িয়াখানাতেই দেখা মিলবে বিশাল অ্যানাকোন্ডাকে৷ ইতিমধ্যেই আলিপুর চিড়িয়াখানায় পৌঁয়ছে গিয়েছে ৪টি হলুদ অ্যানাকোন্ডা৷ এর পরও বড়মাপের বেশ কয়েকটি অ্যানাকন্ডা আসতে চলেছে৷
তবে, সাপেদের ঘর তৈরির জন্য আনতে দেরি হলেও চিড়িয়াখানায়৷ এই অ্যানাকন্ডাকে ঘিরে একরাশ আশা আলিপুর চিড়িয়াখানার দর্শনাথীদের। আলিপুর চিড়িয়াখানায় ইতিমধ্যেই আমাজন জঙ্গলের মতো পরিবেশ তৈরি করা হচ্ছে৷ মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক অ্যান্ড সেন্টার ফর হারপেটোলজি থেকে শহরে এসে পৌছেছে চারটি হলুদ অ্যানাকোন্ডা৷ তবে, এখনই তা দর্শকদের সামনে আনা হবে না৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ সপ্তাহখানিক তাদের পর্যবেক্ষণে রেখেছিলেন৷ জুলাই মাসের মাঝামাঝি সময়েই দর্শকদের সামনে হাজির হবে অ্যানাকোন্ডারা৷