মল্লারপুর বিস্ফোরণ-কাণ্ডে বিস্ফোরক অনুব্রত, কোন পথে তদন্ত?

বীরভূম : বীরভূমের মল্লারপুরে বোমা বিস্ফোরণে উড়ে যাওয়া ক্লাবটি বিজেপির দখলে ছিল বলে দাবি করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জেলা সভাপতির সেই দাবি খারিজ করলেন মল্লারপুর-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জগন্নাথ ঘোষ। শনিবার মাঝরাতে মল্লারপুরের একটি ক্লাবঘরে তীব্র বিস্ফোরণ হয়। তার তীব্রতা এতটাই ছিল যে ক্লাবঘরটির ছাদ উড়ে যায় এবং ভিতরে থাকা একটি আলমারি

মল্লারপুর বিস্ফোরণ-কাণ্ডে বিস্ফোরক অনুব্রত, কোন পথে তদন্ত?

বীরভূম : বীরভূমের মল্লারপুরে বোমা বিস্ফোরণে উড়ে যাওয়া ক্লাবটি বিজেপির দখলে ছিল বলে দাবি করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জেলা সভাপতির সেই দাবি খারিজ করলেন মল্লারপুর-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জগন্নাথ ঘোষ।

শনিবার মাঝরাতে মল্লারপুরের একটি ক্লাবঘরে তীব্র বিস্ফোরণ হয়। তার তীব্রতা এতটাই ছিল যে ক্লাবঘরটির ছাদ উড়ে যায় এবং ভিতরে থাকা একটি আলমারি রাস্তায় উড়ে গিয়ে পড়ে। সোমবার বীরভূম তৃণমূল জেলা সভাপতি দাবি করেন, ওই ক্লাবটি বিজেপির দখলে। এবং পুলিস রবিবার সেখানে তল্লাসি চালানোর তোড়জোড় নিচ্ছিল বলেও দাবি করেন তিনি। তার আগেই সেখানে বিস্ফোরণ হয়। অনুব্রত মণ্ডলের আরও দাবি সেখানে ২৫ থেকে ৩০ হাজার বোমা মজুদ ছিল। অন্যদিকে তাঁর দলের শীর্ষনেতার এই দাবি খারিজ করে দিলেন মল্লারপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য। তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই ক্লাবের সঙ্গে রাজনীতির কোনও যোগ ছিলনা। এই ঘটনার পর সোমবার সকালেই মল্লারপুর থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়। তদন্তভার দেওয়া হয়েছে সিআইডির হাতে। ঘটনাস্থলে গিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছে। তবে কী ধরনের বিস্ফোরক সেখানে ছিল সেটা এখনও জানায়নি পুলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =