৫৫ বছর পর ফের রেলপথে জুড়ছে ভারত-বাংলাদেশ

কলকাতা: শিলিগুড়ির কাছে তৈরি হতে চলেছে এমন একটি রেলপথ, যা যুক্ত করবে ভারত বাংলাদেশকে৷ ১৯৬৫ সালের আগে এই রেলপথে যুক্ত হয়েছিল ভারত ও বাংলাদেশে৷ ওই ট্রেন বাংলাদেশের ভেতরে খানিকটা এগিয়ে ফের ভারতের ভূখণ্ডে প্রবেশ করত৷ কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যায় সেই রেলপথ৷ প্রায় ৫৫ বছর পর সেই একই রুটে রেলপথ নতুন করে

৫৫ বছর পর ফের রেলপথে জুড়ছে ভারত-বাংলাদেশ

কলকাতা: শিলিগুড়ির কাছে তৈরি হতে চলেছে এমন একটি রেলপথ, যা যুক্ত করবে ভারত বাংলাদেশকে৷ ১৯৬৫ সালের আগে এই রেলপথে যুক্ত হয়েছিল ভারত ও বাংলাদেশে৷ ওই ট্রেন বাংলাদেশের ভেতরে খানিকটা এগিয়ে ফের ভারতের ভূখণ্ডে প্রবেশ করত৷ কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যায় সেই রেলপথ৷ প্রায় ৫৫ বছর পর সেই একই রুটে রেলপথ নতুন করে তৈরি করতে চলেছে ভারত-বাংলাদেশ৷

সম্প্রতি দুই দেশের মধ্যে হলদিবাড়ি-চিলাহাটি ব্রডগেজ রেলপথ নির্মাণের কাজ শুরু করা হচ্ছে৷ বাংলাদেশের রেল মন্ত্রকের আধিকারিক শহিদুল ইসলাম সংবাদ মাধ্যমে জানিয়েছেন, গত ২১ সেপ্টেম্বর ওই রেলপথ নির্মাণের কাজ শুরু হয়েছে৷ চিলাহাটি থেকে সীমান্ত পর্যন্ত ৭ কিলোমিটার রেলপথ আগামী বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হয়ে যাবে বলেও আশাবাদী তিনি৷ দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী রেলপথ নির্মাণের কাজ শেষ করতে চলেছে বাংলাদেশ৷ বাংলাদেশের অংশে কাজ শেষ হলে ফের রেল চলাচল শুরু করা যাবে৷

বাংলাদেশের রেলমন্ত্রী হয়েছে, ২০১১ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের সময়ে রেলপথের বিষয়ে একটি চুক্তি হয়৷ সেই চুক্তির ভিত্তিতে ভারত রেলপথ নির্মাণের কাজ শুরু করে৷ ফেলে একটু দেরিতে শুরু হয় বাংলাদেশের অংশের৷ এই রেলপথ তৈরি হলে ভারত ভারতের রেল যাত্রাপথ অন্তত ২০০ কিলোমিটার কমে যাবে৷ কলকাতা থেকে ছেড়ে যাওয়া একটি রেল বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করে ফের ভারতে প্রবেশ করবে৷ ২০২০ সালের জুলাই নাগাদ এই রেলপথে যোগাযোগ স্থাপন সম্ভব হবে বলে আশা প্রকাশ করচ্ছে বাংলাদেশ সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =