ডাক্তারের চেম্বারে চোলাই মদের কারবার, অবশেষে ভাঙলেন মহিলারাই

কলকাতা: প্রকাশ্যেই রমরমিয়ে চলছে অবৈধ চোলাই মদের ব্যবসা৷ আর সেই মদের জেরেই গ্রামের পুরুষরা বাড়ির মহিলাদের উপর শারীরিক নির্যাতন চালাচ্ছে৷ এই ঘটনার প্রতিবাদে এলাকার মহিলা একত্রিত হয়ে এলাকায় বাসিন্দা ময়না ঘড়ুই, তাঁর স্বামী ঝাঁপু ঘড়ুই বাড়ি থেকে মদের বোতল উদ্ধার করেন৷ ঘটনাটি পটাশপুর ১ তাপিনদা বাসস্ট্যান্ডে কাছে৷ বৃহস্পতিবার এলাকার মহিলারা ও পুলিশ মিলে স্থানীয় ডাক্তার

ডাক্তারের চেম্বারে চোলাই মদের কারবার, অবশেষে ভাঙলেন মহিলারাই

কলকাতা: প্রকাশ্যেই রমরমিয়ে চলছে অবৈধ চোলাই মদের ব্যবসা৷ আর সেই মদের জেরেই গ্রামের পুরুষরা বাড়ির মহিলাদের উপর শারীরিক নির্যাতন চালাচ্ছে৷ এই ঘটনার প্রতিবাদে এলাকার মহিলা একত্রিত হয়ে এলাকায় বাসিন্দা ময়না ঘড়ুই, তাঁর স্বামী ঝাঁপু ঘড়ুই বাড়ি থেকে মদের বোতল উদ্ধার করেন৷ ঘটনাটি পটাশপুর ১ তাপিনদা বাসস্ট্যান্ডে কাছে৷

বৃহস্পতিবার এলাকার মহিলারা ও পুলিশ মিলে স্থানীয় ডাক্তার বিশ্বরঞ্জন পাত্রের চেম্বার থেকে চোলাই মদ উদ্ধার করে৷ মহিলারা মদ উদ্ধার করে‌ রাস্তায় মদ ফেলে রাস্তায় বসে ঘণ্টাখানেক পথ অবরোধ করেন৷ ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পটাশপুর থানার পুলিশ এসে মদের বোতল সহ মদ ব্যাবসায়ী ময়না ঘড়ুই ও ডাক্তার বিশ্বরঞ্জন পাত্রকে আটক করে থানায় নিয়ে যায়৷

মহিলাদের আরও অভিযোগ, বহিরাগতরা মদ্যপান করে বাড়িতে ঢুকে পড়ছে৷ এলাকার এক মহিলা এর প্রতিবাদ জানাতে গেলে মদের ব্যবসায়ী তাঁকে মারধোর করে বলে অভিযোগ৷ পুলিশের কাছে অভিযোগ করেও কোনও ফল হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + ten =