ভারত-চিন সম্পর্ক: মোদির সঙ্গে কেমন হল জিনপিংয়ের বৈঠক

নয়াদিল্লি: দু’দিনের ভারত সফরে শুক্রবার দুপুরে চেন্নাই বিমান বন্দরে অবতরণ করেছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েন রাজ্যপাল বানোয়ারীলাল পুরোহিত৷ টুইট করে রাষ্ট্রপতি চিনা রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন মোদি৷ একই সঙ্গে টানা ৫ ঘণ্টা খোলামেলা আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিনপিংয়ের সঙ্গে৷ আর মল্লারপুরে প্রায় ৫৫ মিনিট বৈঠক করেন মোদি-জিনপিং৷ সেখানে দু’দেশের আন্তর্জাতিক ও

ভারত-চিন সম্পর্ক: মোদির সঙ্গে কেমন হল জিনপিংয়ের বৈঠক

নয়াদিল্লি: দু’দিনের ভারত সফরে শুক্রবার দুপুরে চেন্নাই বিমান বন্দরে অবতরণ করেছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েন রাজ্যপাল বানোয়ারীলাল পুরোহিত৷ টুইট করে রাষ্ট্রপতি চিনা রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন মোদি৷ একই সঙ্গে টানা ৫ ঘণ্টা খোলামেলা আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিনপিংয়ের সঙ্গে৷ আর মল্লারপুরে প্রায় ৫৫ মিনিট বৈঠক করেন মোদি-জিনপিং৷ সেখানে দু’দেশের আন্তর্জাতিক ও সাস্থীয় সম্পর্ক উন্নয়নে বেশ কিছু কথা হয় বলে খবর৷ একই সঙ্গে জঙ্গি দমনে এক যোগে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর৷

জানা গিয়েছে, খোলামেলা আলোচনার মধ্য দিয়ে জিনপিংকে নিয়ে মন্দির পরিদর্শন করেন মোদি৷ চিনের রাষ্ট্রপতিকে পঞ্চরথ, অর্জুন মন্দির, কৃষ্ণ মন্দির প্রভৃতি ঘুরিয়ে দেখান৷ সেখানে দুই দেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা৷ নিয়ে যান সমুদ্রতীরবর্তী মন্দিরেও৷ তাঁদের বেশ কয়েকবার করমর্দন করতেও দেখা যায়৷ একই সঙ্গে দু’জনের চেয়ারে বসে ডাবের জল খেতে খেতে কিছুটা বিশ্রাম নিতেও দেখা যায়৷

ভারত-চিন সম্পর্ক: মোদির সঙ্গে কেমন হল জিনপিংয়ের বৈঠক

শুক্রবার প্রায় পাঁচ ঘণ্টা ধরে মোদির সঙ্গে খোলামেলা আলোচনার পর আজ শনিবার ফিশারম্যান রিসোর্টে প্রথমে দুই দেশের শীর্ষ নেতারা বৈঠক করেন৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার অজিত দোভাল চিনের দুই শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন৷ বৈঠকের পর চেন্নাই থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হয়ে যান মোদি ও জিনপিং৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, গোটা বৈঠকে ভারত-চিন সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ একই সঙ্গে আগামী দিনে ভারত-চিন কীভাবে যৌথ উদ্যোগে সন্ত্রাসবাদ মোকাবেলা করবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *