টানা বৃষ্টিতে জেরবার উত্তরবঙ্গ, বন্যা

শিলিগুড়ি: টান পাহাড়ে অতি বৃষ্টি ও উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির প্রভাবে ফুঁসছে নদী৷ একটানা বৃষ্টির জন্য উত্তরবঙ্গের জনজীবন ব্যহত৷ তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি৷ আলিপুরদুয়ারের বাগরাকোট সংলগ্ন এলাকায় ফাটল দেখা দিয়েছে রেল লাইনে৷ বাতিল করা হয়েছে ৮টি ট্রেন৷ ঘুরপথে চালানো হচ্ছে বেশ কয়েকটি এক্সপ্রেস৷ পাহাড়েও ধসের জেরে বাতিল টয়ট্রেনের যাত্রা৷ আগামী ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

টানা বৃষ্টিতে জেরবার উত্তরবঙ্গ, বন্যা

শিলিগুড়ি:  টান পাহাড়ে অতি বৃষ্টি ও উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির প্রভাবে ফুঁসছে নদী৷ একটানা বৃষ্টির জন্য উত্তরবঙ্গের জনজীবন ব্যহত৷ তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি৷ আলিপুরদুয়ারের বাগরাকোট সংলগ্ন এলাকায় ফাটল দেখা দিয়েছে রেল লাইনে৷ বাতিল করা হয়েছে ৮টি ট্রেন৷ ঘুরপথে চালানো হচ্ছে বেশ কয়েকটি এক্সপ্রেস৷ পাহাড়েও ধসের জেরে বাতিল টয়ট্রেনের যাত্রা৷ আগামী ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ ফলে, পরিস্থিতি আরও বেগতিক হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷

প্রশাসনের আশঙ্কা বৃষ্টি আরও বাড়লে ডুয়ার্স ও অসমগামী রেল যোগাযোগ আরও ভেঙে পড়তে পারে৷ যদিও রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই পরিস্থিতির মোকাবিলায় উঠেপড়ে লেগেছে৷ কিন্তু রাজ্য সরকারের উদাসীন ভাব দেখে কপালে চিন্তার ভাঁজ উত্তরবঙ্গবাসীর৷ কারণ উত্তরবঙ্গে ২০১৭ সালের আগষ্ট মাসের বন্যার ভয়াভহ স্মৃতি আজও টাটকা তাঁদের মনে৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, এবারও পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে৷ সেবক ও কালীঝোড়াতে ধসের জেরে দার্জিলিং ও সিকিমগামী রাস্তা বন্ধ৷ ফলে আটকে পড়েছে একের পর এক পর্যটক বোঝাই গাড়ি৷ তিস্তা, তোর্সা, কালজানি, লিস, ঘিস়, রায়ডাকে জল ক্রমশ বাড়ছে৷ নদী তিরবর্তী বাড়িগুলিতে জল ঢুকতে শুরু করেছে। চাষের জমিও জলের তলায়। নদীর জল আরও বাড়লে অরক্ষিত হয়ে পরবে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা৷  ফলে আতঙ্কের প্রহর গুনছেন ওই এলাকার বাসিন্দারা৷ এখনও পরিস্থিত মোকাবিলায় রাজ্য প্রশাসনের কোনও উদ্যোগ দেখা মিলছে না বলেই অভিযোগ তাঁদের৷ ফলে আকাশের দিকেই তাকিয়ে আশঙ্কার প্রহর গুনছেন উত্তরবঙ্গবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 15 =