ফলের বাগান কেটে পাওয়ার গ্রিড তৈরির প্রতিবাদে বিদ্রোহ জনতার

গড়বেতা: ভাঙড়ের পর এবার পাওয়ার গ্রিডের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গড়বেতা থানার সায়নাড়া গ্রামের বাসিন্দারা৷ সবুজায়ন ধ্বংস করে এই পাওয়ার গ্রিড প্রকল্প করতে দেওয়া যাবে না, এই দাবিতে শুক্রবার প্রতিবাদ জানান স্থানীয়রা৷ প্রকল্প বাস্তবায়িত হলে পরিবেশের ক্ষতি হবে বলে দাবি তুলে শুক্রবার পথ অবরোধ করেন গ্রামবাসীদের একাংশ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ

ফলের বাগান কেটে পাওয়ার গ্রিড তৈরির প্রতিবাদে বিদ্রোহ জনতার

গড়বেতা: ভাঙড়ের পর এবার পাওয়ার গ্রিডের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গড়বেতা থানার সায়নাড়া গ্রামের বাসিন্দারা৷ সবুজায়ন ধ্বংস করে এই পাওয়ার গ্রিড প্রকল্প করতে দেওয়া যাবে না, এই দাবিতে শুক্রবার প্রতিবাদ জানান স্থানীয়রা৷ প্রকল্প বাস্তবায়িত হলে পরিবেশের ক্ষতি হবে বলে দাবি তুলে শুক্রবার পথ অবরোধ করেন গ্রামবাসীদের একাংশ৷

বিক্ষোভকারীদের অভিযোগ, যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার পরিবেশ বাঁচানোর বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, সেখানে ২৫ একর জায়গার গাছ-গাছালী, ফলের বাগান ধ্বংস করে চলছে সরকারি প্রকল্পের নির্মাণ৷ তাই এদিন সবুজ বাঁচানোর দাবি জানিয়ে ও প্রকল্প বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ সমস্যা সমাধানে জেলাশাসক হস্তক্ষেপ না করা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবার হুঁশিয়ারি বিক্ষুব্ধ গ্রামবাসীদের৷

সায়নারা গ্রামের বাসিন্দা মনিমালা হাজারি, টুম্পা হাজারিদের অভিযোগ, ‘‘আমাদের রোজগারের জায়গা এই আম, নারকেল, পেয়ারা, লেবু ও কাজু বাদামের বাগানটি৷ কিন্তু পাওয়ার গ্রিডের জন্য বাগান কেটে ফেলা হয়েছে৷ ফলে আমরা জীবিকার সমস্যায় পড়েছি৷ আমরা পাওয়ার গ্রিড চাই না৷ আমাদের ফলের বাগান ফিরিয়ে দিতে হবে৷ ফেরাতে হবে এলাকার সবুজায়ন৷’’ পাওয়ার গ্রিড বন্ধ করার দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে জেলা প্রশাসনের ও পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান৷ আগামী মঙ্গলবার গ্রামবাসীদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করার আশ্বাস দেন৷ এরপর অবরোধ উঠে যায়৷ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল জানিয়েছেন, গ্রামবাসীদের সঙ্গে মঙ্গলবার জেলা প্রশাসনের আলোচনা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 8 =