বিশ্বের সব থেকে দামি দুর্গাপ্রতিমা এবার সন্তোষ মিত্র স্কোয়ারে

কলকাতা: বিশ্বের সর্বাধিক দামি দুর্গাপ্রতিমা গড়তে চলেছে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার৷ কমপক্ষে পঞ্চাশ কিলোগ্রাম সোনায় মোড়া ১২ ফুট উচ্চতার এই প্রতিমা নির্মাণে খরচ পড়বে আনুমানিক ১৭ কোটি টাকা৷ শুক্রবার আয়োজকদের তরফে সজল ঘোষ এমনই দাবি করলেন৷ প্রতিমা গড়ছেন মিন্টু পাল৷ একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এই স্বর্ণ দুর্গা তৈরি সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে৷ এবারের

6881a9c9afb3e486ae3ba99b43a5cc4c

বিশ্বের সব থেকে দামি দুর্গাপ্রতিমা এবার সন্তোষ মিত্র স্কোয়ারে

কলকাতা: বিশ্বের সর্বাধিক দামি দুর্গাপ্রতিমা গড়তে চলেছে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার৷ কমপক্ষে পঞ্চাশ কিলোগ্রাম সোনায় মোড়া ১২ ফুট উচ্চতার এই প্রতিমা নির্মাণে খরচ পড়বে আনুমানিক ১৭ কোটি টাকা৷ শুক্রবার আয়োজকদের তরফে সজল ঘোষ এমনই দাবি করলেন৷ প্রতিমা গড়ছেন মিন্টু পাল৷

একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এই স্বর্ণ দুর্গা তৈরি সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে৷ এবারের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে মায়াপুরের প্রস্তাবিত কৃষ্ণ মন্দিরের আদলে৷ বাঁশ, কাঠের বাটাম, প্লাইউড, থার্মোকল ও ফাইবারের তৈরি এই মণ্ডপের অন্দর সজ্জায় থাকবে প্রায় ১০ মেট্রিক টন কাচ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *