দু’লক্ষ টাকায় দেদার বিক্রি ‘যীশু’র জুতো!

ওয়াশিংটন: লম্বা লাইন পড়েছিল দোকানের বাইরে৷ কারণ জুতো কিনবেন সবাই৷ জুতোর দাম ৩ হাজার ডলার৷ ভারতীয় মুদ্রায় যা দু’লক্ষ ১৫ হাজার টাকা৷ এত দামি এক জোড়া জুতো কিনতে হুলুস্থুল অবস্থা কেন? কারণ এই জুতো নাকি যীশুর আশীর্বাদ ধন্য৷ সম্প্রতি প্রবিত্র জল-ভরা জুতোর কয়েকটি সংস্করণ বাজারে এসেছে৷ আর বাজারে আসতেই মুহূর্তেই তা আউট অফ স্টক৷ সূত্রের

ওয়াশিংটন: লম্বা লাইন পড়েছিল দোকানের বাইরে৷ কারণ জুতো কিনবেন সবাই৷ জুতোর দাম ৩ হাজার ডলার৷ ভারতীয় মুদ্রায় যা দু’লক্ষ ১৫ হাজার টাকা৷ এত দামি এক জোড়া জুতো কিনতে হুলুস্থুল অবস্থা কেন? কারণ এই জুতো নাকি যীশুর আশীর্বাদ ধন্য৷ সম্প্রতি প্রবিত্র জল-ভরা জুতোর কয়েকটি সংস্করণ বাজারে এসেছে৷ আর বাজারে আসতেই মুহূর্তেই তা আউট অফ স্টক৷

সূত্রের খবর, সাদা নাইট এয়ার মেক্স ৯৭-এর জুতো আসলে ‘জেসাস যিশু’র নামে পরিচিত৷ এই জুতো তৈরি করেছেন ব্রক্লিনের ক্রিয়েটিভ লেভেল নামের একটি সংস্থা৷ এর মধ্যে জর্ডান নদীর পবিত্র জলভরা রয়েছে৷ জুতোটি দেখলে বোঝা যাবে, একটি জায়গাটি রয়েছে জল৷ তবে শুধুমাত্র পবিত্র জলের জন্য যুদ্ধ এত দাম নয়, জুতোগুলিতে বাইবেলের আকার রয়েছে বলেও অনেকে বিশ্বাস করছেন৷

দু’লক্ষ টাকায় দেদার বিক্রি ‘যীশু’র জুতো!

যেখানে জলের ওপর দিয়ে যীশু হাটার বিবরণ রয়েছে৷ যীশু রক্তকে বোঝানোর জন্য জুতোর এক পাশে রয়েছে একবিন্দু রক্ত৷ অন্য একটি ধর্মীয় চিহ্ন রয়েছে৷ যীশুর একটি চিহ্ন রয়েছে৷ এখানেই শেষ নয়, জুতোয় সরকারি সিলমোহর সেটা দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 9 =