প্রেমের টানে বদলে যাওয়া লক্ষ্য ছিনিয়ে নিল নোবেল সম্মান

ওয়াশিংটন: হতে চেয়েছিলেন ইতিহাসবিদ৷ কিন্তু পথ তৈরি হয় অর্থনীতিতে৷ বিশ্বজুড়ে দারিদ্র্যতা, শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যের অবনতি তাঁকে মুছড়ে ফেলেছিল৷ ইতিহাস ও অর্থনীতি দুই নিয়ে শুরু হয় এন্থার ডাফলোর যাত্রা৷ হাত ধরেন অধ্যাপক, গবেষক, সহকর্মী, স্বামী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের৷ দারিদ্র্য দূরীকরণ নিয়ে স্বামী অভিজিতের সঙ্গে নোবেল পেয়েছেন তিনিও৷ এন্থার অর্থনীতিতে বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল প্রাপক৷ অর্থনীতিতে একই

প্রেমের টানে বদলে যাওয়া লক্ষ্য ছিনিয়ে নিল নোবেল সম্মান

ওয়াশিংটন: হতে চেয়েছিলেন ইতিহাসবিদ৷ কিন্তু পথ তৈরি হয় অর্থনীতিতে৷ বিশ্বজুড়ে দারিদ্র্যতা, শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যের অবনতি তাঁকে মুছড়ে ফেলেছিল৷ ইতিহাস ও অর্থনীতি দুই নিয়ে শুরু হয় এন্থার ডাফলোর যাত্রা৷ হাত ধরেন অধ্যাপক, গবেষক, সহকর্মী, স্বামী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের৷ দারিদ্র্য দূরীকরণ নিয়ে স্বামী অভিজিতের সঙ্গে নোবেল পেয়েছেন তিনিও৷

এন্থার অর্থনীতিতে বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল প্রাপক৷ অর্থনীতিতে একই সঙ্গে একই বছর স্বামী-স্ত্রী যুগ্মভাবে নোবেল প্রাপ্তি এই প্রথম৷ ১৯০৩ সালে পদার্থবিদ্যায় তেজস্ক্রিয়তার ওপর গবেষণা করে স্বামী পিয়ের কুরির সঙ্গে নোবেল পেয়েছিলেন তাঁর স্ত্রী মেরি কুরি৷

মাইক্রো ইকোনমিক্স নিয়ে মূলত গবেষণা করেছিলেন এন্থার৷ উন্নয়নশীল দেশগুলির আর্থসামাজিক অবস্থার গবেষণাপত্রে অন্যতম বিষয় এন্থারের৷ যার মধ্যে রয়েছে গার্হস্থ্য সমস্যার, শিক্ষা, অর্থনৈতিক, স্বাস্থ্য-সহ বহু বিষয়৷ গ্লোবাল প্রভাটি নিয়ে যখন গবেষণা শুরু করেন তখন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন৷ স্বামীর হাত ধরে শুরু করেন গবেষণা৷

নোবেল কমিটি ঘোষণার পর নোবেলজয়ী দম্পতি জানিয়েছেন, বিশ্বে ৭০ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন৷ পাঁচ বছর বয়সের বয়সের গণ্ডি পেরোনোর আগেই ফি-বছর মৃত্যু হয়েছে ৫০ লক্ষ শিশুর৷ অন্যতম কারণ অপুষ্টি, স্বাস্থ্যহানি৷ এমন রোগ, চিকিৎসার মাধ্যমে সারানো সম্ভব৷ অথচ অর্থ ও সচেতনতার অভাবে সেটা সম্ভব হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 5 =