দেবীপক্ষে বৃষ্টির ভ্রুকুটি, বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ

কলকাতা: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ী থেকে পুজো উদ্যোক্তাদের৷ মহালয় নয়, আগামী রবিবার থেকে বাড়তে চলেছে বৃষ্টি৷ চলবে দক্ষিণবঙ্গজুড়ে৷ নিম্নচাপের জেরে উৎসবের দিনগুলির কিছু মুহূর্ত আগে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী রবিবাররের পর থেকে ফের বাড়বে বৃষ্টি৷ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গেও৷ কলকাতা

দেবীপক্ষে বৃষ্টির ভ্রুকুটি, বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ

কলকাতা: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ী থেকে পুজো উদ্যোক্তাদের৷ মহালয় নয়, আগামী রবিবার থেকে বাড়তে চলেছে বৃষ্টি৷ চলবে দক্ষিণবঙ্গজুড়ে৷ নিম্নচাপের জেরে উৎসবের দিনগুলির কিছু মুহূর্ত আগে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী রবিবাররের পর থেকে ফের বাড়বে বৃষ্টি৷ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গেও৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ হাওয়া অফিস জানিয়েছে, মহারাষ্ট্র উপকূলে নিম্নচাপের জেরে বৃষ্টি প্রভাব চলবে আরও বেশ কয়েক দিন৷ রবিবার থেকে বৃষ্টি আরও খানিকটা বাড়তে পারে৷ ফলে, পুজোর মুখে বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিহার-ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে৷ যার ফলে ঢুকছি জলীয়বাষ্প৷ তার উপর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে৷ ওই নিম্নচাপটি সক্রিয় হলে মহালয়া-সহ পুজোর মুখে বৃষ্টির প্রবল আশঙ্কা থেকে যাচ্ছে৷ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে৷ তার গতি প্রকৃতির ওপর আবহাওয়া নির্ভর করছে পুজোর অবহাওয়া৷

একই সঙ্গে লাগাতারভাবে তাপমাত্রা সামান্য কমলেও আদ্রতা জনিত সমস্যায় থেকে এখনই রেহাই মিলবে না বলেও জানিয়েছে অফিস৷ মৌসুমী বায়ুর বিদায় নেওয়ার স্বাভাবিক সময় ১০ অক্টোবর৷ ফলে বর্ষার শেষ লগ্নে এবারের দুর্গা পুজার নির্ঘণ্ট হওয়ায় বৃষ্টির আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে পারছে না হাওয়া অফিস৷ পুজোর দিনগুলিতে আদতে বর্ষার মধ্যেই পড়ছে৷ ফলে বর্ষার গতিপ্রকৃতি কেমন হবে তা নিয়ে নজরদারি শুরু করেছে হাওয়া অফিস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =