বিশ্ব ক্ষুধা সূচকে আরও নিচে নামল ভারত, কোথায় সুদিন?

নয়াদিল্লি: নরেন্দ্র মোদির সরকারের আমলে বিশ্ব ক্ষুধা সূচকে আরও নিচের দিকে এগোল ভারত৷ বিশ্ব ক্ষুধা সূচক তালিকার রিপোর্ট বলছে, বিশ্বের ১১৯টি দেশের মধ্যে ভারত এই মুহূর্তে ১০৩ স্থানে রয়েছে৷ অপুষ্টি, ক্ষাধার শিকার হওয়া জনতার তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিক এই রিপোর্ট প্রকাশ করেছে ওয়েল্টহাঙ্গারহিলফে ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড৷ ওই দু’টি সংস্থার রিপোর্ট বলছে, বিশ্বের ৪৫টি দেশে ক্ষুধা

3 stocks recomended

নয়াদিল্লি: নরেন্দ্র মোদির সরকারের আমলে বিশ্ব ক্ষুধা সূচকে আরও নিচের দিকে এগোল ভারত৷ বিশ্ব ক্ষুধা সূচক তালিকার রিপোর্ট বলছে, বিশ্বের ১১৯টি দেশের মধ্যে ভারত এই মুহূর্তে ১০৩ স্থানে রয়েছে৷ অপুষ্টি, ক্ষাধার শিকার হওয়া জনতার তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিক এই রিপোর্ট প্রকাশ করেছে ওয়েল্টহাঙ্গারহিলফে ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড৷

ওই দু’টি সংস্থার রিপোর্ট বলছে, বিশ্বের ৪৫টি দেশে ক্ষুধা মারাত্মক বিপর্যায়ে দেখা গিয়েছে৷ তার মধ্যে উজ্জ্বল মোদির ভারত! গত ২০১৪ সালে বিশ্ব ক্ষুধা সূচক তালিকায় ভারতের স্থান ছিল ৫৫নম্বরে৷ ২০১৭ সালের তা ৪৫ ধাপ নিচে হয় ১০০ নম্বর স্থানে৷ এবার আরও ৩ ধাপ নেমে ভারতের অবস্থান এখন ১০৩ স্থানে৷ বিশ্ব ক্ষুধা সূচকের শেষের দিকে তালিকা ভারত এখন পশ্চিম আফ্রিকার হতদরিদ্র দেশ নাইজারর সঙ্গে সমান আসনে৷ প্রতিবেশী দেশ চিন রয়েছে ২৫ নম্বর স্থানে৷ নেপাল রয়েছে ৭২ তম স্থানে৷ বার্মা রয়েছে ৬৮, শ্রীলঙ্কা এখন ৬৭ স্থানে৷ উল্লেখযোগ্য ভাবে বাংলাদেশ ভারতকে লজ্জা দিয়ে দাঁড়িয়েছে ৮৬ স্থানে৷ ভারতের মুখ উজ্জ্বল করে পাকিস্তান রয়েছে ১০৬ নম্বর স্থানে৷

বিভিন্ন দেশের চারটি অঞ্চলে নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে৷ অপুষ্টির হার, জনসংখ্যা ও ক্যালোরি গ্রহণের মাত্রা এখানে বিবেচনা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =