কলকাতা: একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে সক্রিয় মৌসুমী বায়ু৷ বঙ্গোপসাগর থেকে ঢুকছে বিপুল পরিমাণ জলীয়বাষ্প৷ আর তার জেরে দেবীপক্ষে দুর্যোগ পিছু ছাড়ছে না৷ আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷ একইসঙ্গে বর্ষা আপাতত কোনও ভাবেই বিদায় নিচ্ছি না বলেও জানিয়েছে হাওয়া অফিস৷
বর্ষা বিদায় নেওয়ার নির্ধারিত সময় ১০ অক্টোবর হলেও মৌসুমী বায়ুর গতিপ্রকৃতি দেখে আবহাওয়াবিদরা মনে করছেন, বর্ষা আরও সপ্তাহখানেক থেকে যেতে পারে রাজ্যে৷ ফলে উৎসবের দিনগুলিতে আদেও এই দুর্যোগ পরিস্থিতি থাকবে কি না তা এখনও আবহাওয়া দপ্তরের তরফে কিছু না বলা হলেও পরিস্থিতিতে দিনে দিনে উদ্বেগজনক হয়ে উঠছে বলেও ইঙ্গিত পাওয়া গিয়েছে৷
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে৷ একই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের উপর৷ আবহাওয়া দপ্তরের আশঙ্কা, যদি এই দুটি ঘূর্ণাবর্ত এক সঙ্গে মিশে যায় বঙ্গোপসাগরে, তার জেরে পুজোর মুখে সমূহ অসস্তির আশঙ্কা রয়েছে৷ তবে উৎসবের দিনগুলিতে ঠিক কেমন আবহাওয়া থাকবে তা এখনও জানাতে নারাজ আলিপুর আবহাওয়া দপ্তর৷ তবে দু’একদিনের মধ্যে তা প্রকাশ করা হবে বলেই মনে করা হচ্ছে৷