কপালে সিঁদুর, লাল রঙা শাড়িতে দুর্গা-অঞ্জলি নুসরাতের

কলকাতা: তাঁকে ঘিরে কম বিতর্ক হয়নি৷ বিয়ের পর সেই বিতর্ক আরও বেড়েছিল৷ কপালে সিঁদুর, হাতে চুড় পরা ঘিরে তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক৷ সেই বিতর্কে জল ঢেলে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি৷ এবার বিয়ের পর এই প্রথম দুর্গা মণ্ডপে গিয়ে অঞ্জলি দিলেন সদ্যবিবাহিত নুসরাত জাহান৷ আজ সুরুচি সংঘের মণ্ডপে গিয়ে সপরিবারে অঞ্জলি

3 stocks recomended

কলকাতা: তাঁকে ঘিরে কম বিতর্ক হয়নি৷ বিয়ের পর সেই বিতর্ক আরও বেড়েছিল৷ কপালে সিঁদুর, হাতে চুড় পরা ঘিরে তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক৷ সেই বিতর্কে জল ঢেলে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি৷ এবার বিয়ের পর এই প্রথম দুর্গা মণ্ডপে গিয়ে অঞ্জলি দিলেন সদ্যবিবাহিত নুসরাত জাহান৷

আজ সুরুচি সংঘের মণ্ডপে গিয়ে সপরিবারে অঞ্জলি দেন নুসরাত৷ লাল শাড়ি, দেহ ভর্তি অলংকার, কপালে সিঁদুর পরে নুসরাতকে দেখে চোখ ফেরাতে পারেননি স্থানীয়রা৷ মণ্ডপে নুসরাতকে দেখতে ভিড় জমাতে শুরু করেন আট থেকে আশি৷ তাঁকে ঘিরে ধরেন সংবাদমাধ্যমের কর্মীরা৷

অঞ্জলি দেওয়ার পর সংবাদ মাধ্যমে নুসরত জানান, তিনি প্রতি বছর অঞ্জলি দেন৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ তবে এবার নতুন মাত্রা পেয়েছে বটে৷ বিয়ের পর এটাই প্রথম দুর্গা অঞ্জলি বলেও জানিয়েছেন নুসরাত৷ লোকসভা নির্বাচনের পরপর ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে গিয়ে বিয়ে করেন তৃণমূলের এই সংসদ৷ সংসদে শপথ নেওয়ার সময় নিজেকে নুসরাত জাহান রুহি জৈন বলে আখ্যা দেন৷ শপথ গ্রহণ অনুষ্ঠানের বেগুনি শাড়ি, দুই হাতে মেহেন্দি, চুড়, একমাথা সিঁদুর নিয়ে প্রথম প্রকাশ্যে আসেন নুসরাত৷ আর তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক৷ অনেকেই বলতে থাকেন, নুসরাত কি তাহলে হিন্দু হয়ে গিয়েছেন? সোশ্যাল মিডিয়ায় ট্রোলের উত্তর দিয়েছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ৷

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে নুসরাত জানিয়েছিলেন, আমিও আমার স্বামী, আমাদের ধর্ম পালন করছি৷ আমি জন্মসূত্রে ইসলাম৷ ইসলাম ধর্মকে অনুসরণ করছি৷ কিন্তু সব ধর্ম এবং তার নিয়মের প্রতি শ্রদ্ধা রয়েছে আমার৷ আমার কাছে এটাই স্বাভাবিক৷ কোন ধর্ম অনুসরণ করব, সেটা একান্ত অধিকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 17 =