কলকাতা: মধ্যগগণে শারদ আনন্দের উৎসবের ফানুস৷ সময় হয়ে গিয়েছে দেবী দুর্গার বিদায়ের৷ আজ সকালে দেবী দুর্গার অঞ্জলি, সন্ধিপুজো সবই মিটে গিয়েছে৷ এবার আর মাত্র একটি দিন থাকবেন দেবী৷ তারপর বেজে যাবে বিদায় ঘণ্টা৷ কিন্তু, অষ্টমীর পুণ্য লগ্নে আকাশ মুখ ভার করে থাকলেও কুছ পরোয়া নেই বাংলার৷ শেষ মুহূর্তের আনন্দ চেটেপুটে নিতে মেখে নেওয়ার লক্ষ্যে বৃষ্টিকে উপেক্ষা করে পথে নেমে পড়েছে গোটা বাংলা৷
আজ দিনভর দফায় দফায় বৃষ্টি ভুগিয়েছে৷ বিকেলের দিকে এক-পশলা বৃষ্টি হয়ে গিয়েছে৷ দিয়েছে দমকা হাওয়া৷ কিন্তু তাতে কী? কারণ এই দিনটির জন্যই যে সারা বছর অপেক্ষায় থাকা৷ সেই অপেক্ষার পালা সাঙ্গ করে এবার মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে জনতার ঢল৷ চলছে দেদার খাওয়া-দাওয়া, আনন্দ উল্লাস৷ রাতভর প্যান্ডেল হপিং৷
আর তাতে বৃষ্টি মাঝে মাঝে বাধা হয়ে দাঁড়ালেও উৎসবের আনন্দে খামতি পড়ছে না৷ দেবী দুর্গার বিদায়ের আগের মুহূর্ত পর্যন্ত উৎসবে মেতে উঠতে চাইছে গোটা বাংলা৷ আজ মহাষ্টমীর শেষলগ্নে আজ বিকেল ডট কমের সমস্ত পাঠককে জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা৷