আবার এসো মা…

কলকাতা: আকাশে-বাতাসে আনন্দের ছোঁয়া লাগিয়ে দেবী দুর্গা এসেছিলেন মর্ত্যে৷ আজ ফিরে যাবেন কৈলাসে৷ নির্ঘণ্ট মেনে দেবীর বিদায়ের পালা শুরু হয়ে গিয়েছে৷ চলছে মাকে শেষ বিদায়ের প্রস্তুতি৷ বাড়ির পুজোগুলির প্রতিমা ইতিমধ্যেই ঘাটের দিকে রওনা হয়ে গিয়েছে৷ শোভাবাজার রাজবাড়ি থেকে শুরু করে সমস্ত বাড়ির প্রতিমার বিদায়ের আগে শুরু হয়েছে মন্ত্রোচ্চারণ৷ চলছে, মাকে বরণ করে নেওয়ার পালা৷ চোখের

কলকাতা: আকাশে-বাতাসে আনন্দের ছোঁয়া লাগিয়ে দেবী দুর্গা এসেছিলেন মর্ত্যে৷ আজ ফিরে যাবেন কৈলাসে৷ নির্ঘণ্ট মেনে দেবীর বিদায়ের পালা শুরু হয়ে গিয়েছে৷ চলছে মাকে শেষ বিদায়ের প্রস্তুতি৷

বাড়ির পুজোগুলির প্রতিমা ইতিমধ্যেই ঘাটের দিকে রওনা হয়ে গিয়েছে৷ শোভাবাজার রাজবাড়ি থেকে শুরু করে সমস্ত বাড়ির প্রতিমার বিদায়ের আগে শুরু হয়েছে মন্ত্রোচ্চারণ৷ চলছে, মাকে বরণ করে নেওয়ার পালা৷ চোখের জলে মাকে সিঁদুর পিয়ে, মিষ্টি মুখ করিয়ে চলছে বিষাদের বিদায় পর্ব৷ সিঁদুর খেলা থেকে চলছে ধুনি নাচ, ঢাকের তালে নাম, সবই চলছে৷

আবার এসো মা…

টাকিতে ইছামতীতে প্রতিমা বিসর্জন চলছে৷ বাংলার সমস্ত ঘাটে চলছে তৎপরতা৷ পুলিশি নিরাপত্তা রয়েছে যথেষ্ট৷ ভারত-বাংলাদেশ প্রতিমা বিসর্জনের এবারও নিষেধাজ্ঞা থাকলেও চলছে বিসর্জপর্ব৷ ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন উপলক্ষ্যে ভিড় জমিয়েছেন বহু মানুষ৷ আনন্দ, বিষাদ, নাচ, সিঁদুর খেলার মধ্যেই দিয়ে চলছে উমাকে বিদায় জানানো পালা৷ আজ বিকেল ডট কমের সমস্ত পাঠকে বিজয়ার শুভেচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 18 =