পরকীয়ার জন্যই কি খুন শিক্ষক দম্পতি? নজরে স্ত্রীর-বন্ধু!

বহরমপুর: মুর্শিদাবাদের শিক্ষক পরিবার খুনে চাঞ্চল্যকর তথ্য৷ খুনে জড়িত সন্দেহে আটক শিক্ষক বন্ধু-সহ পরিবারের দুই সদস্য৷ তদন্তে নেমেছে সিআইডি৷ জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের পথে পুলিশ শিক্ষককের এক বন্ধুকে আটক করে রাতভর জেরা করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে খবর৷ পুলিশ সূত্রে খবর, একটি জমি কেনাকে কেন্দ্র করে শিক্ষককের সঙ্গে তাঁর বন্ধুর সম্পর্কে অবনতি ঘটে৷ তা নিয়ে শিক্ষক

3 stocks recomended

বহরমপুর: মুর্শিদাবাদের শিক্ষক পরিবার খুনে চাঞ্চল্যকর তথ্য৷ খুনে জড়িত সন্দেহে আটক শিক্ষক বন্ধু-সহ পরিবারের দুই সদস্য৷ তদন্তে নেমেছে সিআইডি৷ জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের পথে পুলিশ শিক্ষককের এক বন্ধুকে আটক করে রাতভর জেরা করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে খবর৷

পুলিশ সূত্রে খবর, একটি জমি কেনাকে কেন্দ্র করে শিক্ষককের সঙ্গে তাঁর বন্ধুর সম্পর্কে অবনতি ঘটে৷ তা নিয়ে শিক্ষক পরিবারের মধ্যেও অশান্তি ছড়িয়ে পড়ছিল৷ বন্ধুর থেকে ছ’লক্ষ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে শিক্ষক পরিবারের মধ্যেও অশান্তি ছড়িয়ে পড়ে৷ ধারের টাকা মেটানো ঘিরে জটিলতা দেখা দেওয়ায় খুব সম্ভবত এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে৷

আরও পড়ুন: ‘আমরা এ কোন রাজ্যে বসবাস করছি?’ শিক্ষক খুনে কড়া বার্তা রাজ্যপালের

অন্যদিকে পারিবারিক অশান্তি ও বন্ধুর সঙ্গে শত্রুতার জেরে খুনের তথ্যের পাশাপাশি পরকীয়ার প্রসঙ্গ উঠে আসছে৷ আপাতত মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের স্ত্রী বিউটি মণ্ডল পালের ফেসবুক অ্যাকাউন্ট খতিয়ে দেখে পরকীয়ার প্রসঙ্গটিও নজরে রয়েছে৷ পুলিশ সূত্রে খবর, সম্পর্কে টানাপোড়েন ও মোটা টাকা ধার নেওয়া নিয়ে শিক্ষক দম্পতিকে খুন করে থাকতে পারে শিক্ষকেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন৷ মনে করা হচ্ছে, বন্ধু প্রকাশবাবুর স্ত্রীর সঙ্গে রামপুরহাটের ওই যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল৷ তাদের বাড়িতে যাতায়াত ছিল ধৃত শিক্ষককের বন্ধুর৷ কিন্তু বাড়িতে বন্ধুর বেশি যাতায়াত নিয়ে শুরু হয় শিক্ষক পরিবারের অশান্তি৷ সোশ্যাল মিডিয়ায় উভয়ের যোগাযোগ শুরু হয়৷ জানা গিয়েছে বিউটি পাল একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খোলেন৷ পরে তা বন্ধ করে দেওয়া হয়৷ অনুমান, পুরুষের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওই যুবকের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতেন বিউটি৷ ফলে ফেসবুক অ্যাকাউন্টের বিষয়টি এখন তদন্তকারীদের হাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷

পুলিশ জানতে পেরেছে, বন্ধু প্রকাশ কয়েক দফায় ওই যুবকের থেকে প্রায় ছয় লক্ষ টাকা ধার নেন৷ পুজোর আগে সেই টাকা ফেরত দেওয়ার ঘিরে শুরু হয় উভয়ের মধ্যে অশান্তি শুরু হয়৷ এই নিয়ে বন্ধুত্বের সম্পর্কের অবনতি হয়৷ একই সঙ্গে স্ত্রীর সঙ্গে ওই যুবকের সম্পর্ক নিয়ে টানাপোড়েন শুরু হয়৷ মূলত এই সমস্ত সূত্র ধরে এবার তদন্তের গতি বাড়াতে চলেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 12 =