শিক্ষক খুনের প্রতিবাদে ফের কাঁপতে চলছে রাজপথ

কলকাতা: মুর্শিদাবাদে অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তান-সহ শিক্ষককে কুপিয়ে খুনের ঘটনার প্রতিবাদে এবার রাজপথ কাঁপাতে চলেছেন শিক্ষকদের একাংশ৷ আগামী ১৭ অক্টোবর কলকাতার সুবোধ মল্লিক স্কয়ার থেকে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশনের ডাক দিয়েছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ৷ শিক্ষক সংগঠনের অভিযোগ, জিয়াগঞ্জে ৬ বছরের শিশু সহ-শিক্ষক পরিবারকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ও নবমীর রাতে ফালাকাটায় ১১

imagesmissing

কলকাতা: মুর্শিদাবাদে অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তান-সহ শিক্ষককে কুপিয়ে খুনের ঘটনার প্রতিবাদে এবার রাজপথ কাঁপাতে চলেছেন শিক্ষকদের একাংশ৷ আগামী ১৭ অক্টোবর কলকাতার সুবোধ মল্লিক স্কয়ার থেকে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশনের ডাক দিয়েছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ৷

শিক্ষক সংগঠনের অভিযোগ, জিয়াগঞ্জে ৬ বছরের শিশু সহ-শিক্ষক পরিবারকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ও নবমীর রাতে ফালাকাটায় ১১ বছরের শিশুকন্যাকে যেভাবে ধর্ষণ করে খুনের মতো ঘটনা ঘটানো হয়েছে, তাতে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া জরুরি৷ দুই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলাকে ঢাল করে মিছিল ডাক দেওয়া হয়েছে বলে খবর৷

এই বিষয়ে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, ‘‘মুর্শিদাবাদের ৬ বছরের শিশু-সহ শিক্ষক পরিবারকে নৃশংস খুন ও নবমীর রাতে ফালাকাটায় ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অবিলম্বে দোষীদের কেবল গ্রেপ্তার নয়, দৃষ্টান্তমূলক চরম শাস্তির দাবিতে ও সমাজে প্রতিনিয়ত এমন ঘটনায় দুষ্কৃতীদের দৌরাত্ম্যে প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রতিবাদে কোনও সাম্প্রদায়িক মনোভাব বা রাজনীতি নয়, দোষীদের কঠোর শাস্তির দাবিতে আগামী ১৭ অক্টোবর বৃহস্পতিবার, দুপুর ১২টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল ও রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে৷ যে কারণে দুই ঘটনা ঘটুক না কেন, এমন নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ হওয়া উচিত৷ ভবিষ্যতে যাতে এমন কোনও ঘটনা আর না ঘটে তার জন্য সমস্ত শিক্ষক-শিক্ষানুরাগী ব্যক্তির কাছে আবেদন, নৃশংস এই ঘটনার বীভৎসতা স্মরণ করে দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *