জলঙ্গি সীমান্তে গুলিবর্ষণ বাংলাদেশের, শহিদ BSF জওয়ান

মুর্শিদাবাদ: ফ্ল্যাগ মিটিংয়ের আগেই আচমকা গুলি চালাল বাংলাদেশ সীমান্তরক্ষি বাহিনী৷ আজ জলঙ্গি সীমান্তের চরগে এলাকায় ফ্ল্যাগ মিটিং করা ছিল ভারত-বাংলাদেশের৷ বৈঠক শুরুর আগেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ৷ বাংলাদেশ সীমান্তরক্ষি বাহিনীর ছোড়া গুলিতে শহিদ বিএসএফের জওয়ান৷ আহত হয়েছেন আরও এক জওয়ান৷ তাঁকে জলঙ্গি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দু’দেশের বৈঠকের আগে

জলঙ্গি সীমান্তে গুলিবর্ষণ বাংলাদেশের, শহিদ BSF জওয়ান

মুর্শিদাবাদ: ফ্ল্যাগ মিটিংয়ের আগেই আচমকা গুলি চালাল বাংলাদেশ সীমান্তরক্ষি বাহিনী৷ আজ জলঙ্গি সীমান্তের চরগে এলাকায় ফ্ল্যাগ মিটিং করা ছিল ভারত-বাংলাদেশের৷ বৈঠক শুরুর আগেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ৷

বাংলাদেশ সীমান্তরক্ষি বাহিনীর ছোড়া গুলিতে শহিদ বিএসএফের জওয়ান৷ আহত হয়েছেন আরও এক জওয়ান৷ তাঁকে জলঙ্গি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দু’দেশের বৈঠকের আগে কেন গুলি চালাল বাংলাদেশ? তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷

জানা গিয়েছে, মাছ ধরাকে কেন্দ্র বেশ কিছুদিন ধরে চরগে এলাকায় উত্তেজনা ছিল৷ এই নিয়ে আজ ফ্ল্যাগ মিটিংয়ের ডাক দেওয়া হয়৷ কিন্তু, বৈঠক শুরু আগে হঠাৎ গুলি ছুড়তে থাকে বাংলাদেশ৷ হঠাৎ গুলিবর্ষণের জেরে মাথায় গুলি লাগে বিএসএফের মেজররের৷ ঘটনাস্থলে শহিদ হন বিজয়মাল সিং নামের ওই মেজরের৷ পায়ে গুলি লাগে আরও এক জওয়ানের৷ তাঁর চিকিৎসা চলছে৷

ফ্ল্যাগ মিটিং ডাকার আগে বাংলাদেশে গুলি চালানোর ঘটনায় অন্যায় বলে দাবি করেছেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, বাংলাদেশের থেকে এই ধরনের কার্যকলাপ আশা করা যায় না৷ এটা নিন্দনীয়৷ ফ্ল্যাগ মিটিংয়ের আগে বাংলাদেশের বিনা প্ররোচনায় গুলি চালাতে পারে না৷ এটা সংঘর্ষ বিরতি লঙ্ঘনের শামিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 8 =