শিক্ষিকাকে খুনের প্রতিবাদে আওয়াজ তুলল গোটা গ্রাম

ইংরেজবাজার: জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক হত্যার জট কাটতে না কাটতেই এবার মালদহে শিক্ষিকা খুনের প্রতিবাদে আওয়াজ তুলল স্থানীয় বাসিন্দারা৷ অভিযোগ, হবিবপুর ব্লকের মঙ্গলপুরা এলাকায় বেসরকারি স্কুলের শিক্ষিকাকে খুনের প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ করা হয় পথ অবরোধ৷ স্থানীয় মহিলারা পোস্টার হাতে দীর্ঘক্ষণ বিক্ষোভ ও পথ অবরোধ করেন মহিলারা৷ তাঁদের দাবি, মূল অভিযুক্তকে পুলিশ আড়াল

শিক্ষিকাকে খুনের প্রতিবাদে আওয়াজ তুলল গোটা গ্রাম

ইংরেজবাজার: জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক হত্যার জট কাটতে না কাটতেই এবার মালদহে শিক্ষিকা খুনের প্রতিবাদে আওয়াজ তুলল স্থানীয় বাসিন্দারা৷

অভিযোগ, হবিবপুর ব্লকের মঙ্গলপুরা এলাকায় বেসরকারি স্কুলের শিক্ষিকাকে খুনের প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ করা হয় পথ অবরোধ৷ স্থানীয় মহিলারা পোস্টার হাতে দীর্ঘক্ষণ বিক্ষোভ ও পথ অবরোধ করেন মহিলারা৷ তাঁদের দাবি, মূল অভিযুক্তকে পুলিশ আড়াল করার চেষ্টা করছে৷ অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানিয়ে চলে বিক্ষোভ৷

গত সেপ্টেম্বর মাসে স্কুল যাওয়ার পথে হঠাৎ নিখোঁজ হয়ে যান ওই শিক্ষিকা৷ পরে তাঁর মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ গোটা ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে৷ চলছে তদন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − eight =